কলকাতা: ‘সৌজন্য সাক্ষাৎ’ বিষয়টি নিয়ে নতুন কিছু বলার নেই। রাজনৈতিক প্রেক্ষাপটে এই শব্দটি হামেশাই ব্যবহৃত হচ্ছে। বিরোধী পক্ষের নেতারা একে অপরের সঙ্গে দেখা করলেই এই কথাটি বলে থাকেন কিন্তু তাতে জল্পনা কমে না। এবারও তাই হল। দলীয় বৈঠক সেরে ফেরার পথে আচমকা বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বাড়িতে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাহলে কি নতুন কিছু হতে চলেছে পঞ্চায়েত নির্বাচনের আগে?
আরও পড়ুন- এফআইআর ছাড়াও শুভেন্দুকে গ্রেফতার করা যায়, উদাহরণ আমি নিজে! মন্তব্য কুণালের
কংগ্রেসের বর্ষীয়ান নেতার সঙ্গে দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। এই নিয়ে এখন আলোচনার শেষ নেই। অনেকেই ভাবতে শুরু করেছেন যে, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কোনও ‘সমঝোতা’ হতে চলেছে নাকি। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা মান্নান অসুস্থ। তাই তাঁর সঙ্গে দেখা করেছেন তিনি। পুরোটাই সৌজন্য, আর কিছুই নয়। একই সঙ্গে মান্নানকে শাল উপহার হিসেবে দিয়েছেন তিনি বলে খবর।
উল্লেখ্য, ২০১৬ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন চাঁপদানির প্রাক্তন বিধায়ক মান্নান। অন্যদিকে, ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজেপি বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। তখন দুজনের বিধানসভায় যেমন দেখা, তেমন কথাও হত। এখনও সেই ব্যক্তিগত সম্পর্ক রয়ে গিয়েছে বলেই এই সাক্ষাৎ। এমনটাই জানিয়েছেন দিলীপ।