যারা এক চোখামি করে তাদের সরকারে থাকার অধিকার নেই, আক্রমণ দিলীপের

যারা এক চোখামি করে তাদের সরকারে থাকার অধিকার নেই, আক্রমণ দিলীপের

কলকাতা: বুধবার সকালেই দিল্লি থেকে তিনি ফিরলেন কলকাতায়৷ এবং বিমানবন্দরে দাঁড়িয়েই বাংলাদেশ প্রসঙ্গে ফের এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ দাবি করলেন, ‘‘ওপারে হিংসার ঘটনা ঘটেই চলেছে৷ অথচ এপারে পশ্চিমবাংলার কোনও রোলই নেই! ওপার বাংলার বাঙালিরা আক্রান্ত প্রাণ ওষ্ঠাগত। খুন করা হচ্ছে। এপার বাংলায় যারা বাঙালিদের ঠেকা নিয়ে বসে আছে তারা চুপ করে বসে আছে। তারা ভোট গুনছে খালি। যারা এক চোখামি করে তাদের সরকারে থাকার অধিকার নেই।’’

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন, ‘‘কমপক্ষে বাঙালিদের যিনি মালিক হয়েছেন, যিনি মুখ্যমন্ত্রী তিনি তো একবার ওইপাশের আপাকে বলতে পারেন যে আপা, বাঙালি হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে। প্রাণ যাচ্ছে, সম্পত্তি নষ্ঠ হচ্ছে, মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে, সাধু সন্তুদের হত্যা করা হচ্ছে। এই হত্যাটা থামান। শান্তি আনুন। তাঁদের জীবনটাকে সুরক্ষিত করুন। এটা বলার জন্য কোনও রাজনীতি লাগে না। এর জন্য কোনও পারমিশন লাগে না। দুনিয়ার যেকোনও জায়গা থেকে যে কেউ আপিল করতে পারে। উনি তো একবার আপিল করতে পারেন।’’

প্রসঙ্গত, গত গত বুধবার থেকে তপ্ত বাংলাদেশ ৷ কুমিল্লায় দুর্গা প্রতিমা ভাঙা৷ সেই শুরু৷ তারপর কুমিল্লা-সহ বহু জায়গায় পুজো মণ্ডপ ভাঙচুর৷ এমনকি ইসকনের মন্দিরে পর্যন্ত ঢুকে হামলা, পুরোহিতকে হত্যা৷ আক্রান্ত সেদেশের সংখ্যালঘু হিন্দুরা ৷ হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন বহু মানুষ৷ এখনও সেই হিংসার ঘটনা ঘটে চলায় বিজেপির তরফে উদ্বেগ প্রকাশ করেছেন দিলীপ৷ অন্যদিকে বাবুল সুপ্রিয়র সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘সু-স্বাগতম!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + two =