‘দলের একটা সিস্টেম আছে, যা খুশি করা যায় না’, পুর ভোটে প্রার্থী তালিকা নিয়ে মন্তব্য দিলীপের

‘দলের একটা সিস্টেম আছে, যা খুশি করা যায় না’, পুর ভোটে প্রার্থী তালিকা নিয়ে মন্তব্য দিলীপের

dilip

 

কলকাতা:  কলকাতা পুরসভার নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে৷ আগামী ১৯ তারিখ কলকাতায় পুরভোট৷ ভোট ঘোষণা হতেই সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট৷ তার পরেই তৃণমূল৷ জোড় প্রচারও শরু করে দিয়েছে শাসক দল৷ কিন্তু এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি বিরোধী বিজেপি৷ অনেকেই মনে করছেন কলকাতা পুরভোটকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির৷ এমনকী কানাঘুষো, ১৪৪টি ওয়ার্ডে প্রার্থীও দেবে না তারা৷ রবিবার অবশ্য সেই সমস্ত জল্পনা খারিজ করে দিলেন দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ৷ 

আরও পড়ন- ‘লোক ধার করে কি জেতা যায়?’ ত্রিপুরা পুরভোটের ফল নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

এদিন প্রাক্তন রাজ্য সভাপতি বলেন,  সময় মতোই সমস্ত রীতি-রেওয়াজ মেনে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে৷ তাঁর কথায়, ‘‘দলে একটা সিস্টেম আছে। যা খুশি তা-ই করা যায় না।’’ এদিকে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে শনিবার বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘‘আচমকা পুর ভোটের ঘোষণা করা হয়েছে৷ আমরা চেয়েছিলাম একসঙ্গে সবকটি পুরসভায় ভোট হোক৷ আচমকা ঘোষণা হওয়ায় চূড়ান্ত প্রার্থী তালিকা করে ওঠা সম্ভব হয়নি৷’ তবে কানাঘুষো, কলকাতা পুরভোটকে তেমন গুরুত্ব দিতে চাইছে না দল৷ আড়ালে সেই কথা স্বীকার করেছেন খোদ বিজেপি’র নেতারাই৷ বিধানসভা ভোটের পর যে ভাবে বিজেপি ভেঙে পড়েছে, তাতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মনোবলও তলানিতে৷ তাই বেছে বেছে ওয়ার্ডেই লড়াই করবে গেরুয়া শিবির৷ এককথায় ‘চাপ নিচ্ছে না দল’৷

তবে সেই জল্পনা খণ্ডন করে এদিন দিলীপ বলেন, যথাযথ প্রক্রিয়া মেনেই সময়মতো প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি৷ এর জন্য সময় লাগছে৷ তাঁর বক্তব্য, ‘‘রাজনীতিতে সমস্ত দলেরই নিজস্ব ভঙ্গি রয়েছে। আমরা সর্বভারতীয় দল, যথা সময়ে প্রার্থী ঘোষণা করা হবে।’’ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে? এই প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য, ‘‘দলীয় কর্মীরাই অগ্রাধিকার পাবেন। আমরা জেতার জন্য লড়াই করি৷ আমাদের জেতার সম্ভাবনাই বেশি৷ ’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 13 =