রাজনৈতিক ক্যাডার তৈরির চেষ্টা! WBCS-এর প্রশ্ন বিতর্কে দিলীপ

রাজনৈতিক ক্যাডার তৈরির চেষ্টা! WBCS-এর প্রশ্ন বিতর্কে দিলীপ

কলকাতা: WBCS-এর প্রশ্ন বিতর্কে এবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকালই এই ইস্যুতে রাজ্য সরকারকে চরম আক্রমণ করেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে তিনি একহাত নিয়েছিলেন বাংলার বিশিষ্টজনদের। এবার দিলীপ এই ইস্যুতে বললেন, রাজনৈতিক ক্যাডার তৈরির চেষ্টা হচ্ছে। 

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগে D.EL.Ed কোর্সে ভর্তি সুযোগ, উচ্চমাধ্যমিক পাস হলেই সুযোগ

আসলে WBCS পরীক্ষায় কয়েকটি প্রশ্ন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। চরম বিরোধিতা করেছেন ভারতীয় জনতা পার্টি শিবির। একটি প্রশ্ন করা হয়েছে, ‘গত ১০ বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিক্যাল কলেজ চালু হয়েছে?’ এবং অন্য প্রশ্ন হল, ‘পশ্চিমবঙ্গ সরকারের সবুজসাথী প্রকল্পে সরকারি/সরকারপোষিত/মাদ্রাসা/বিদ্যালয়ের কোন শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়?’ আরও একটি প্রশ্ন ছিল, ‘কোন বিপ্লবী নেতা জেলে থেকে ক্ষমা প্রার্থনা করেছিলেন?’ প্রশ্নের উত্তর বেছে নেওয়ার জায়গায় নাম ছিল, ভিডি সাভারকর, বিজি তিলক, শুকদেব থাপার ও চন্দ্রশেখর আজাদের। এই ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, যাঁরা গেরুয়াকরণের গল্প বলতেন, তাঁরা আজ রাজনৈতিক ক্যাডার তৈরি করার চেষ্টা করছেন। তাঁর কথায়, এক সময় পশ্চিমবঙ্গ ‘লাল’ ছিল, এখন ‘সবুজ’ হয়েছে। তাই যাতে সবাই তাদের প্রতি অনুগত থাকে সেই চেষ্টাই করা হচ্ছে। 

 আরও পড়ুন- বায়ুসেনায় নিয়োগের অ্যাডমিট কার্ড, রইল ডাউনলোডের পদ্ধতি

উল্লেখ্য, গতকাল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছিলেন, ”ইউপিএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে প্রশ্ন থাকায় অনেকেই রে রে করে উঠেছিলেন। কিন্তু এখন দেখা যাক ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে পশ্চিমবঙ্গ সরকারের কিছু নিজস্ব প্রকল্পের বিজ্ঞাপন নিয়ে বিশিষ্টজনেরা কী ভাবে আওয়াজ তোলেন।” প্রসঙ্গত, কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার পরিচালিত ইউপিএসসি পরীক্ষার প্রশ্নপত্রে বাংলার ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে এর পালটা দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, কেন্দ্রের এক পরীক্ষায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে প্রশ্ন করা হয়েছে। তা নিয়ে বিজেপির কেউ সরব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =