কলকাতা: ছাত্র আন্দোলনের দাবানলে দগ্ধ বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা৷ বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলাদেশে যারা অশান্তি করছে, ভোটের পর তাঁরাই বাংলায় এসে হিংসা ছড়িয়েছিল। বিজেপি নেকা বলেন, “বাংলাদেশে নৈরাজ্য চলছে। ওরাই ভোটের পর বাংলায় এসে অশান্তি করেছে। এরা পক্ষে রয়েছে ভেবেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কথা বলছেন না।”দিলীপ পাল্টা বেঁধেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তিনি বলেন, ‘‘দলে ওঁর কোনও গ্রহণযোগত্যই নেই৷ দল ওঁকে পাত্তাও দেয় না। এসব বলে ধর্মীয় মেরুকরণের রাজনীতির চেষ্টা করছেন।”
বাংলাদেশ ইস্যুতে এবার মমতাকে তোপ, কী দাবি দিলীপের?
কলকাতা: ছাত্র আন্দোলনের দাবানলে দগ্ধ বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা৷ বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি নিয়ে এবার মুখ্যমন্ত্রী…