হাওড়া পুরসভা ভোট নিয়ে আবার তোড়জোড়, গতি কোন দিকে

হাওড়া পুরসভা ভোট নিয়ে আবার তোড়জোড়, গতি কোন দিকে

কলকাতা: হাওড়া পুরসভায় কেন নির্বাচন করা সম্ভব হচ্ছে না তার কারণ জানাতে ফের ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। আদালতে মামলাকারীর দাবি, দীর্ঘ সময় নির্বাচন বাকি থাকায় সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাকি সমস্ত পুরসভার নির্বাচন হয়ে গেলেও হাওড়ায় কেন নির্বাচন হবে না, এই প্রশ্ন তাঁর। এদিকে আদালত এই নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশের জন্য আরও দু’সপ্তাহ সময় দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন- সাইকেল নিয়ে বামেদের একহাত ফিরহাদের, শোনালেন বর্তমান উন্নয়নের কথা

এর আগে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে এই ইস্যু নিয়ে সংঘাত লেগেছিল রাজ্যের শাসক দলের। হাওড়া পুরসভা সংশোধনী বিল আটকে রাখা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, রাজ্যপালের কাছে বিল পাঠানো হলেও তিনি সেই ব্যাপারে বিধানসভাকে কিছুই জানাননি। সেই সময়ে পেরিয়ে এসে এখন আবার এই ইস্যু নিয়ে জলঘোলা শুরু হয়েছে। সম্প্রতি আবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, হাওড়া পুরসভার ভোট নিয়ে নতুন রাজ্যপালের সঙ্গে কথা বলবেন তিনি। এখন দেখা যাক জল কোন দিকে এগোয়।

উল্লেখ্য, ২০১৩ সালে হাওড়া পুরবোর্ড প্রথম বার দখল করে তৃণমূল। ২০১৫ সালে বালি পুরসভার ১৬টি ওয়ার্ড তৈরি করে হাওড়ার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। পরে আবার ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১’ পাশ হওয়ার দরুন বালিকে হাওড়া থেকে আলাদা করে দেওয়া হয়। এখন হাওড়া ও বালি দু’টি পৃথক পুরসভা এবং দু’টি পুরসভাতেই ভোট বকেয়া রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seventeen =