ফের পড়ুয়াদের ব্যাগ-জুতো বিলি রাজ্যের! জুতো নয়, খাদ্যের দাবি শিক্ষক সংগঠনের!

ফের পড়ুয়াদের ব্যাগ-জুতো বিলি রাজ্যের! জুতো নয়, খাদ্যের দাবি শিক্ষক সংগঠনের!

 

কলকাতা: রাজ্য সরকার চলতি শিক্ষাবর্ষে সমস্ত বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ব্যাগ এবং জুতো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ চলতি মাসে মিড ডে মিলের সঙ্গে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জুতো এবং পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের স্কুল ব্যাগ দেওয়া হবে বলে শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন৷ প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে৷

করোনা আবহে শিক্ষা দফতরের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি৷ বিবৃতি দিয়ে সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানিয়েছেন, করোনার অতিমারির জন্য গত এক বছর স্কুল বন্ধ৷ স্কুল বন্ধ থাকায় জুতোর মাপ নেওয়া হয়নি৷ ফলে আগের মাপ অনুযায়ী জুতো বিলি করতে শিক্ষকদের সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ জুতো বিলির ক্ষেত্রে সঠিক নিয়ম না মানবার ফলে গতবারে বিলির সময় শিক্ষকদের আক্রান্ত হতে হয়েছে বলে দাবি শিক্ষক সংগঠনের৷ শিক্ষক সংগঠনের তরফে আনন্দ হাণ্ডা জানিয়েছেন, গতবারের থেকে শিক্ষা না দিয়ে আবার বর্তমানের এই অতিমারির সময় কেন জুতো বিলি করা হচ্ছে? তিনি অবিলম্বে জুতো বিলি না করে ছাত্র-ছাত্রীদের ডিম সহ দু’বেলার হিসেবে খাদ্যের দাবি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twenty =