কলকাতা: এক ঘণ্টা পেরনোর আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ। মেডিক্যাল কলেজে দুর্নীতির মামলায় বুধবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি৷ একই সঙ্গে তিনি এও বলেছিলেন, ‘‘রাজ্য পুলিশের উপর আদালতের ভরসা নেই।’’ রাজ্যের উদ্দেশে বিচারপতির প্রশ্ন ছিল, শাহজাহানকে আপনাদের পুলিশ গ্রেফতার করতে পেরেছে? এই রাজ্য কয়েকজন দুর্নীতিগ্রস্তের আখড়ায় পরিণত হয়েছে। এত সব কিছুর পরেও তো পুলিশের কোনও সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। কিন্তু, মেডিক্যাল মামলায় বিচারপতির নির্দেশ আসার এক ঘণ্টার মধ্যেই তাতে মৌখিক স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য। মৌখিক ভাবে করা সেই আবেদনের ভিত্তিতে মৌখিক ভাবেই স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।