বিপর্যয় কাটলেই জল-বিদ্যুৎ নেই বলে চিৎকার করবেন না: মুখ্যমন্ত্রী

বিপর্যয় কাটলেই জল-বিদ্যুৎ নেই বলে চিৎকার করবেন না: মুখ্যমন্ত্রী

 

কলকাতা:  আমফানের স্মৃতি উস্কে বছর ঘুরতেই ফের আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চলেছে বাংলা৷ গত সপ্তাহ ধরেই আবহাওয়া দফতর থেকে লাগাতার এই নতুন ঘূর্ণিঝড়ের খবরে উদ্বেগ বেড়েছে বঙ্গবাসির৷ কিন্তু আজ সকাল হতেই মুখ কালো হয়ে এসেছে বাংলার আকাশ। বেলা গড়াতেই বহু জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি৷ সঙ্গে ঝোড়ো হাওয়ার। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বেশ কয়েকদিন আগে থেকেই আটঘাট বেধে নিজেদের প্রস্তুতিও নিতে শুরু করেছে৷ বিশেষত উপকূলের বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি তাঁদের নিরাপদ স্থানে সরানো, জলের প্যাকেট এবং ত্রাণের সামগ্রীও দেওয়া হয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে নামতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ইতিমধ্যেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদেরও সহযোগিতা করার কথা জানিয়েছেন৷

নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিছিন্ন হলে প্রত্যেককেই সংবেদনশীলতা দেখাতে হবে, সেই নিয়ে ঝামেলা বিবাদ করলে চলবে না। এমনকি তিনি এও জানান, রাজ্যের এই দুর্যোগ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলা দফতরও তৈরি। রাজ্যে আগামী দুদিন ধরে চলবে এই দুর্যোগ পরিস্থিতি৷ তাই সেই পরিস্থিতিতে নিজেকে সাবধানে রাখার জন্য তিনি প্রত্যেককে ঘরে থাকার নির্দেশ দেন। উপকূলের এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টারে থাকারও নির্দেশ দেন। জানান, কোভিড পরিস্থিতির এই প্রতিকূলতায় প্রত্যেককেই সব মাথায় রেখে এই দুর্যোগের মোকাবিলা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 9 =