কলকাতা: সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে গিয়েছে রাষ্ট্রপতি নির্বাচন৷ একে একে বিধানসভায় এসে ভোট দিচ্ছেন সাংসদ-বিধায়করা৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক মিলে মোট ভোটার ২৫৪। এরই মধ্যে রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দাবি, বিজেপির অনেকেই ভোট দেবেন যশবন্ত সিনহাকে৷
আরও পড়ুন- বাঁশদ্রোণীতে উঠতি মডেলের রহস্যমৃত্যু, কেন প্রাণ গেল পূজার? তদন্তে পুলিশ
তাঁর দাবি, ক্রস ভোটিং হবে বাংলায় রাষ্ট্রপতি নির্বাচনে। বিজেপির অনেকেই ভোট দেবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্হাকে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের আগে রবিবার বিজেপির সমস্ত বিধায়কদের নিয়ে যাওয়া হয়েছিল নিউ টাউনের একটি হোটেলে। সোমবার সকালে সেখান থেকেই বাসে চেপে সরাসরি বিধানসভায় আসেন তাঁরা।
এদিন বিজেপি বিধায়করা ভোট দিতে আসেন গলায় হলুদ রঙের উত্তরীয় পরে। এর নেপথ্যে রয়েছে নির্দিষ্ট কারণ৷ এগুলি নাকি আদিবাসী সংস্কৃতির প্রতীক। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু জনজাতির প্রতিনিধি। তাঁকে প্রকাশ্যে সমর্থন জানাতেই আদিবাসীদের ব্যবহৃত কাপড়ের উত্তরীয় গলায় পড়ে বিধানসভায় আসেন তাঁরা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>