দুয়ারে সরকারের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি নয়, সতর্ক করল নবান্ন

দুয়ারে সরকারের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি নয়, সতর্ক করল নবান্ন

কলকাতা: ১৬ অগাস্ট থেকে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্প৷ তার আগে সতর্ক সরকার৷ অসাধু ব্যক্তিরা যাতে আসরে নামতে না পারে, সেই বিষয়ে নবান্নের তরফে আগাম সতর্কতা জারি করা হল৷ জানা গিয়েছে সতর্ক করে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রতিটি জেলার জেলা শাসকের কাছে চিঠি পাঠিয়েছেন৷ 

আরও পড়ুন- ‘আগে BJP-র ইতিহাসটা জানুন, শুধু হুক্কা হুয়া করলে হয় না’, শুভেন্দুকে খোঁচা কুণালের

নবান্নের তরফে কী বার্তা দেওয়া হয়েছে? সূত্রের খবর, নবান্নের তরফে এই বার্তায় বলা হয়েছে, দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে যাতে কেউ টাকা তুলতে না পারে, সে দিকে বিশেষ নজর রাখতে হবে৷  এই বিষয়ে যথাযথ ভাবে প্রচার চালাতে হবে৷ গ্রাম পঞ্চায়েতের কোনও অফিসে দুয়ারে সরকারের কাজ হবে না৷ দুয়ারে সরকার যেহেতু প্রশাসনিক কাজ, তাই সরকারি দফতরেই বসবে দুয়ারে সরকারের ক্যাম্প৷ এই বার্তায় আরও বলা হয়েছে, দুয়ারে সরকারের কাজের সঙ্গে কোনও রাজনৈতিক নেতানেত্রী যুক্ত থাকবেন না৷ এই দায়িত্ব পালন করবেন সরকারি কর্মী ও আধিকারিকরা৷ 

আরও পড়ুন- পুরস্কৃত পুলিশ কমিশনার সহ ১০ অফিসার, স্বাধীনতা দিবসেই সম্মান প্রদান

এই বার স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন পুরনো প্রকল্পের সঙ্গে শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প৷ জেলায় জেলায় দীর্ঘ লাইনে পড়তে পারে অনুমান করেই মুখ্য সচিবের বার্তা, করোনা পরিস্থিতিতে সুষ্ঠ ভাবে লাইনে দাঁড়ানো ভিড় সামল দিতে হবে৷  ১৬ অগাস্ট থেকে শুরু হয়ে দুয়ারে সরকার প্রকল্প চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত৷ রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করলেও বারবার এর সঙ্গে জুড়েছে কাটমানি ও দলীয় রাজনীতিকর প্রসঙ্গ৷ এবার যাতে সরকারি প্রকল্পের গায়ে কোনও কালি না লাগে, তার জন্য আগাম সতর্ক প্রশাসন৷ কোনও অনিয়ম যাতে না হয়, তা নিশ্চিত করতে তৎপর নবান্ন৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =