কলকাতা: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি৷ রাজ্যের ১০৮ পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন৷ ১২ ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে বুধবার জানিয়ে দিল হাই কোর্ট৷ সেই সঙ্গে বলা হয়েছে, পুর নির্বাচনে কোনও রকম অশান্তি হলে তার দায় বর্তাবে কমিশনের উপরেই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে গেরুয়া শিবির। সেই উদ্দেশে বঙ্গ বিজেপি নেতৃত্ব আইনজীবীদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে বলেও সূত্রের খবর৷ পাশাপাশি এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও রাজ্য বিজেপি আলোচনা করছে বলে জানা গিয়েছে৷
আরও পড়ুন- আনিস মৃত্যুরহস্য উস্কে দিল রিজওয়ানের স্মৃতি, ফের কাঠগড়ায় পুলিশ, ইনসাফ চেয়ে উত্তাল রাজপথ
এদিকে হাইকোর্ট এদিন আরও জানিয়েছে, নির্বাচনের প্রতিটি ফুটেজ এবং রেজিস্টার সংরক্ষণ করে রাখতে হবে। পুর- নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এই দুটি প্রকল্প নির্বাচনী বিধি মেনে চলছে কিনা তাও দেখতে হবে৷ কোথাও বিধিভঙ্গ হলে অবিলম্বে পদক্ষেপ করতে হবে৷
সেই সঙ্গে বলা হয়েছে, রাজ্যের ১০৮টি পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করলে, তার কারণও কমিশনকে লিখিত আকারে আদালতকে জানাতে হবে৷ কেন্দ্রীয় বাহিনী নিয়োগের বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং আইজি-কে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে বৈঠক করার নির্দেশও দিয়েছে হাই কোর্ট৷ পাশাপাশি ১০৮ পুরসভার তৃণমূল স্তরের পরিস্থিতি বিচার করতে রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডাইরেক্টর জেনারেলের সহযোগিতা নিতে হবে। পরিস্থিতি বিবেচনা করে যদি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের প্রয়োজন হয়, তাহলে তা করতে হবে।
তবে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে উচ্চ আদালতে বিজেপি’র করা মামলা মান্যতা পেল না৷ আর রাজ্য নির্বাচন কমিশনের উপর কোনও আস্থাই নেই বিরোধী শিবিরের৷ তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তাঁরা৷ বিজেপি’র দাবি, চার পুরসভা নির্বাচনে কমিশনকে নির্দেশ দেওয়া সত্বেও রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন করা হয়েছে৷ তাই কলকাতা হাইকোর্টের ১০৮টি পুরসভা নির্বাচন সংক্রান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>