কল্যাণের গাড়ি ভাঙচুরে রিপোর্ট তলব, ভবানীপুরে সর্বনিম্ন ভোটের হার

কল্যাণের গাড়ি ভাঙচুরে রিপোর্ট তলব, ভবানীপুরে সর্বনিম্ন ভোটের হার

কলকাতা: এদিন বিকেলের দিকেই শরৎ বোস রোডে বিজেপি নেতা কল্যাণ চৌবে আক্রান্ত হন এবং তাঁর গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এই অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতার দাবি, পদ্মপুকুর মোড়ে তাঁর গাড়ির ওপর হামলা করা হয়েছে। তাঁর কথায়, ৪ থেকে ৫ জন সশস্ত্র দুষ্কৃতী হঠাৎ তাঁর গাড়ি আটকায়, তারপর এলোপাথারি আক্রমণ করতে শুরু করে। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে তারা। যদিও কমিশনের ভূমিকায় খুশি নন কল্যাণ। 

আরও পড়ুন- বুথে লক্ষ্মীর ভাণ্ডারের পোস্টার! কমিশনে গেল বিজেপি

বিজেপি নেতা কল্যান চৌবে জানিয়েছিলেন, তিনি আদতে এই ঘটনায় ভিত। কারণ বিকেল বেলা ভবানীপুরের মতো অভিজাত এলাকায় এই ভাবে তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সেটা তিনি কিছুতেই মানতে পারছেন না। তিনি সন্দেহ প্রকাশ করে বলছেন যে, ভবানীপুরের মত এলাকায় যদি ভরদুপুরে এই রকম ঘটনা ঘটে তাহলে বাকি যে দু জায়গায় ভোট হচ্ছে আজ সেখানে এর থেকেও খারাপ ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে ভবানীপুর কেন্দ্রে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও ঘটনাস্থলে সেই ভাবে কোন পুলিশ ছিল না। কল্যাণের দাবি, বিজেপি ভুয়ো ভোটার ধরে নেওয়ার জেরেই ভাঙচুর চালানো হয়। তাই নাম না করে তৃণমূলেই নিশানা করেছেন তিনি। 

এদিকে, তিন জায়গার নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়ল এই ভবানীপুরেই। বিকেল ৫টা পর্যন্ত ৫৩.৩২ শতাংশ ভোট পড়ল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এদিন শুরু থেকেই সব থেকে কম ভোটের শতাংশ ছিল এই কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =