বিমানবন্দরে ‘বাধাপ্রাপ্ত’ অভিষেক-পত্নীকে ফের তলব ইডির, চলতি সপ্তাহেই হাজিরা

বিমানবন্দরে ‘বাধাপ্রাপ্ত’ অভিষেক-পত্নীকে ফের তলব ইডির, চলতি সপ্তাহেই হাজিরা

কলকাতা: বিদেশ যাওয়ার পথে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হয়েছিল কলকাতা বিমানবন্দরে। সোমবার সকালেই এই ঘটনা ঘটে। যদিও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী। এবার জানা গেল, তাঁকে আবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। 

এদিন সকালে দুই সন্তানকে নিয়ে দুবাইয়ের বিমান ধরার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে তাঁকে ‘বাধা’ দেন অভিবাসন দফতরের কর্মীরা। প্রসঙ্গত এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে এবং সেই ইস্যু আদালত পর্যন্ত গিয়েছিল। সোমবারও সেই ঘটনাই ঘটল এবং ফের একবার তলব করা হল অভিষেক-পত্নীকে। তবে রুজিরাকে বিমানবন্দরে আটকানো নিয়ে আবার আদালতের হস্তক্ষেপ দাবি করা যাবে বলে বিশ্লেষক মহলের দাবি। কারণ আগের মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই।