অর্পিতার বাড়ি থেকে নোটভর্তি একের পর এক ট্রাঙ্ক ট্রাকে তুলে নিয়ে গেল রিজার্ভ ব্যাঙ্ক,

অর্পিতার বাড়ি থেকে নোটভর্তি একের পর এক ট্রাঙ্ক ট্রাকে তুলে নিয়ে গেল রিজার্ভ ব্যাঙ্ক,

কলকাতা: শুক্রবার দিনভর তল্লাশির পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা৷ দিনভর গণনার পর সেই অঙ্কটা ২১ কোটি ছাপিয়ে গেল৷ সেই টাকা উদ্ধার করার পর তা নিয়ে যাওয়ার জন্য অর্পিতার ফ্ল্যাটের সামনে পৌঁছয় ট্রাক৷ এর পর অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকা ট্রাঙ্কে বোঝাই করা হয়৷ ফ্ল্যাট থেকে বার করে আনা হয় একের পর এক ট্রাঙ্ক৷ দিন ভর টাকা গোনাক পর সন্ধ্যা ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন ডায়মন্ড সিটি থেকে রওনা দেয় টাকা ভর্তি ট্রাক৷ যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়৷ 

আরও পড়ুন- পার্থকে ২ দিনের হেফাজত, শিল্পমন্ত্রীর নামে বিমানের টিকিট বুক! কোথায় নিয়ে যাবে ED?

শুক্রবার অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে ‘টাকার পাহাড়’ আবিষ্কার করেন তদন্তকারী অফিসাররা। সেই টাকা গুনতে ব্যাঙ্ককর্মীদের সাহায্য নেওয়া হয়। নিয়ে আসা হয় টাকা গোনার যন্ত্র। শেষ পাওয়া খবর অনুযায়ী, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি ২১ লক্ষ টাকা। সেই টাকা অর্পিতার বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য ট্রাঙ্ক ভর্তি ট্রাক নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক। হিসাবে সুবিধার জন্য ৫০০ এবং দু’হাজার টাকার নোট আলাদা আলাদা ট্রাঙ্কে রাখা হয়। ট্রাকে ছিল প্রায় ৪০টি ট্রাঙ্ক।

এই বিপুল পরিমাণ নগদ টাকা ছাড়াও অর্পিতার বাড়ি থেকে ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ওই ফ্ল্যাট থেকে স্কুল শিক্ষা দফতরের কিছু নথিও পাওয়া গিয়েছে। এমনকি টাকার স্তূপের মধ্যেই মিলেছে উচ্চশিক্ষা দফতরের খাম!