নয়াদিল্লি: গরু পাচার মামলায় এদিন চার্জশিট পেশ করল ইডি। তাদের চার্জশিটে নাম রয়েছে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল এবং মণীশ কোঠারির। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই তিনজনেই মামলায় অভিযুক্ত হিসেবে দাবি করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, একাধিক সংস্থার মাধ্যমে লাভবান হয়েছেন অনুব্রত এবং বাকিরা। কোন কোন সংস্থা, তার নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
ইডির চার্জশিট অনুযায়ী, ভোলেব্যোম রাইস মিল, শিবশম্ভু রাইস মিল, এএনএম অ্যাগ্রোকেম ফুড সার্ভিস লিমিটেডের মতো সংস্থা থেকে বিপুল লাভ করেছেন বীরভূমের তৃণমূল নেতা। এর মধ্যে ভোলেব্যোম রাইস মিলের অংশীদার ছিলেন সুকন্যা, এছাড়া তিনি ডিরেক্টরও ছিলেন একাধিক সংস্থার। যদিও সুকন্যা গ্রেফতার হওয়ার আগে এবং পরে সবসময়ই দাবি করে এসেছেন যে, তিনি এইসব ব্যাপারে কিছু জানেন না, সব বাবা জানেন। তবে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। আপাতত অনুব্রত, সুকন্যা, মণীশ তিন জনই এখন গরু পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দিল্লির তিহাড় জেলে রয়েছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”একই জেলে অনুব্রত-সুকন্যা! Anubrata-Sukanya in judicial custody in Tihar jail” width=”853″>
গত বছরের আগস্ট মাসে অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছিলেন এই মামলায়। চলতি বছরের শুরুর দিকে গ্রেফতার হন তাঁর হিসেবরক্ষক মণীশ কোঠারি। সম্প্রতি বাবার গ্রেফতারির আট মাসের মাথায় ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা। তার আগে তিনি একাধিকবার ইডির তলব এড়িয়েছিলেন। শেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।