১০০ নয়, ৩৫০ কোটির দুর্নীতি! নিয়োগকাণ্ড নিয়ে বিস্ফোরক ইডি

১০০ নয়, ৩৫০ কোটির দুর্নীতি! নিয়োগকাণ্ড নিয়ে বিস্ফোরক ইডি

কলকাতা: রাজ্যে নিয়োগ কেলেঙ্কারির বিষয়টি সামনে আসার পর একাধিক গ্রেফতারি হয়েছে, বহু তথ্য সামনে এসেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিত্বদের মধ্যে তাবড় তাবড় নাম আছে যা হয়তো অনেকেই কল্পনা করেননি। এই ইস্যুতে তদন্ত নেমে প্রাথমিকভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি দাবি করেছিল যে, প্রায় ১০০ কোটির দুনীতি হয়ে থাকতে পারে। কিন্তু এখন আরও বিস্ফোরক দাবি করা হচ্ছে তাদের তরফে। সোমবার আদালতে ইডি দাবি করেন, ১০০ কোটি নয়, নিয়োগ কাণ্ডে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ধারনা হচ্ছে তাদের। 

আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি

নিয়োগ দুর্নীতিতে শেষতম গ্রেফতারি হয়েছে আরেক তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে ১১ দিনের হেফাজতে ইতিমধ্যেই চেয়েছে ইডি। তাঁকে নিয়ে আদালতে দাবি করা হয়েছে যে, শান্তনুর থেকে দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তাতে বিপুল তথ্য আছে। ইডি মনে করছে, এই দুটি মোবাইল থেকে আগামী দিনে আরও বিস্ফোরক কিছু তথ্য সামনে আসবে। প্রাথমিকভাবে ১১১ কোটির দুর্নীতি মনে করা গোয়েন্দা সংস্থা তাই এখন অনুমান করছে এই দুর্নীতি সাড়ে ৩০০ কোটি টাকার বা তারও বেশি। ইডি আরও বলছে, শান্তনুর ওই দুটি মোবাইল ফোনে প্রচুর অ্যাডমিড কার্ড এবং ছবি ছিল। যাদের নথি ছিল তারাই চাকরি পেয়েছে। এছাড়া এমন অনেক কিছু নাম আছে যা প্রকাশ্যে আসলে সকলে অবাক হবে।