Breaking: বাংলায় আসছেন ইডি প্রধান, কী পরিকল্পনা করছে সংস্থা

Breaking: বাংলায় আসছেন ইডি প্রধান, কী পরিকল্পনা করছে সংস্থা

কলকাতা: বাংলায় আসছেন ইডি প্রধান। জানা গিয়েছে, শুক্রবার ইডি ডিরেক্টর কলকাতায় আসতে চলেছেন। ঠিক কী পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় এই এজেন্সির তা এখনও বোঝা যায়নি। তবে নিয়োগ দুর্নীতি তদন্তে আরও এক ধাপ এগোতেই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার আন্দাজ পাওয়া যাচ্ছে। সম্প্রতি নিয়োগ কাণ্ডে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি ইডি হেফাজতেই আছেন আপাতত, থাকবেন ১৪ দিন। অনুমান, আগামীকাল কলকাতায় এসে ইডি ডিরেক্টর একাধিক তদন্তকারী অফিসারের সঙ্গে বৈঠক করতে পারেন। আলোচনায় উঠতে পারে রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচার মামলাও। 

রাজ্যে একের পর এক দুর্নীতি নিয়ে তদন্ত করছে ইডি। গরু, কয়লা, নিয়োগ, সবকিছুতেই জড়িত রয়েছে শাসক দল তৃণমূলের কেউ না কেউ। ইতিমধ্যেই দল হিসেবে একাধিকজনকে বহিষ্কার করেছে তারা কিন্তু বদনাম যে হয়েছেই তা বলাই বাহুল্য। নিয়োগ কাণ্ডে যে গ্রেফতারি হয়েছে তার মধ্যে সবথেকে বড় নাম প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্যের মতো ব্যক্তি আছেন। এছাড়াও কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্রের মতো লোকও আছেন। পাশাপাশি গরু পাচারে গ্রেফতার অনুব্রত মণ্ডল, কয়লা পাচার নিয়ে তোপ দাগা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি তাঁকেও তলব করেছিল ইডি। সব মিলিয়ে রাজ্যের শাসক দলের জন্য পরিস্থিতি যে সুখকর নয় তা স্পষ্ট।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − six =