কলকাতা: তিনি বরাবরই খাদ্যরসিক৷ সে কথা কারও অজানা নয়৷ প্রতিদিনের খাদ্য তালিকায় পছন্দের নানা পদের সঙ্গে থাকত বিভিন্ন রকমের ফল৷ কিন্তু, এ যে রসনা বিলাস! এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে নেমে চোখ কপালে ইডি আধিকারিকদের৷ তাঁর ফলাহারের তালিকা আর তার খরচ দেখে রীতিমতো স্তম্ভিত তদন্তকারী অফিসাররা৷
আরও পড়ুন- মমতার প্রতি বিদ্বেষ ছিল ওঁর, নিজেকে ভাবতেন সবার উর্ধ্বে, পার্থকে নিয়ে বিস্ফোরক বৈশাখী
তদন্তে নেমে ইডি জানতে পারে, প্রতি মাসে শুধুমাত্র ফলাহারের জন্য পার্থর খরচ হত প্রায় আড়াই লক্ষ টাকা। নিউ মার্কেট থেকে ঝুড়ি ঝুড়ি ফল আসত তাঁর নাকতলার বাড়িতে৷ তিনি নিজেই জানিয়ে দিতেন কী কী ফল খাবেন৷ সেই ভাবেই ফল পাঠানো হত। দৈনিক ফলাহারের বিল হতো ৭ থেকে ৮ হাজার টাকা! বিষয়টি খতিয়ে দেখছেন ইডি অফিসাররা। তাঁরা মনে করছেন, এভাবে এসএসসি’র নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা সাদা করা হতো৷ এই বিষয়টির আরও গভীরে পৌঁছতে এখন ফল বিক্রেতাদের সঙ্গে কথা বলবেন তদন্তকারী অফিসাররা৷
এদিকে বুধবারই শেষ হয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের মেয়াদ৷ জানা গিয়েছে, তাঁদের দু’জনকে আরও কিছুদিন হেফাজতে রাখতে চায় ইডি৷ তাঁদের বিরুদ্ধে নতুন করে আর কী কী মামলা বা ধারা যোগ করা যায় তা নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
