সারদা মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, তালিকায় চিদম্বরমের স্ত্রী, ইস্টবেঙ্গল কর্তা

সারদা মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, তালিকায় চিদম্বরমের স্ত্রী, ইস্টবেঙ্গল কর্তা

কলকাতা: সারদা মামলায় নতুন মোড়। একাধিক স্বনামধন্য ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এমন খবর জানা যাচ্ছে। এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, বহু কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই তালিকায় নাম আছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার, সিপিএমের এক প্রাক্তন বিধায়ক, অসম কংগ্রেসের এক প্রাক্তন নেতারও। 

আরও পড়ুন- রাজ্যবাসীর জন্য রক্ষাকবচ! নতুন প্রকল্প ঘোষণা সরকারের

সূত্র মারফৎ জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট অর্থমূল্য ৬ কোটি টাকারও বেশি। ইডি দাবি করেছে, সারদা গোষ্ঠী বাজার থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা তুলেছিল যার মধ্যে ২ হাজার কোটি টাকা মতো লগ্নিকারীদের ফেরাতে পারেননি সারদা কর্তা সুদীপ্ত সেন। আর এখনও পর্যন্ত প্রায় ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিলে এই চিটফান্ড কেলেঙ্কারি ধরা পড়েছিল। ইডি এখন মনে করছে, যে টাকার সন্ধান মিলছে তা হিমশৈলের চূড়া।