‘প্রভাবশালী’ নেতার যোগ আছে! কয়লা পাচারের ১.৫ কোটি উদ্ধারে দাবি ইডির

‘প্রভাবশালী’ নেতার যোগ আছে! কয়লা পাচারের ১.৫ কোটি উদ্ধারে দাবি ইডির

কলকাতা: বুধবার বালিগঞ্জের একটি অফিস থেকে বিপুল টাকার হদিশ পেয়েছিল ইডি। এক বেসরকারি দফতরে বুধবার থেকে রাতভর তল্লাশি চালিয়ে তারা মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে। গোয়েন্দা সংস্থার অনুমান ছিল, এই অফিসের মাধ্যমেই কয়লা পাচার কাণ্ডের কালো টাকা সাদা করা হত। সেই প্রেক্ষিতে এখন ইডির হাতে এসেছে এক ব্যক্তির নাম। ইডির দাবি, ‘প্রভাবশালী’ নেতার কয়লা পাচারের টাকার যোগ আছে এই উদ্ধার হওয়া অর্থের সঙ্গে। আর যে ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে তার মাধ্যমেই কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টা করতেন তিনি। 

আরও পড়ুন- রাজ্যপালের ভাষণের মাঝেই তুমুল হট্টগোল! কাগজ ছুড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

বুধবার শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জ থেকে উদ্ধার হয় ওই বিপুল অর্থ। বিভিন্ন সাক্ষীর বয়ান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখেই গোয়েন্দারা এই অফিসের সন্ধান পেয়েছিলেন। ইডি দাবি করেছে, তারা জানতে পেরেছিলেন যে, কোনও এক ‘প্রভাবশালী নেতা’ কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টায় আছেন। সেই টাকা দিয়েই নতুন সম্পত্তি কেনার উপক্রম হচ্ছিল। সূত্র মারফত জানা গিয়েছে, ১২ কোটি টাকার কোনও সম্পত্তি কেনার তোড়জোড় চলছিল যার চুক্তিপত্রে দাম রাখা হয়েছিল ৯ কোটির মতো। এই সংক্রান্ত কিছু খবর পেতেই তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর তার জন্যই এই তল্লাশি অভিযান এবং টাকা উদ্ধার।