কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করার পর আরও বিস্ফোরক কিছু তথ্য হাতে পেয়েছে ইডি। তারা ইতিমধ্যে জানিয়েছে, ২০১২ সালের টেট পরীক্ষাতেও কেলেঙ্কারির আশঙ্কা আছে এবং তার সঙ্গে যুক্ত থাকতে পারেন এই অয়ন। কারণ ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের নামের তালিকাও অয়ন শীলের অফিস থেকে উদ্ধার করা গিয়েছে। এই পরিস্থিতিতে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব করছিল ইডি। সেই তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন দুই প্রতিনিধি।
আরও পড়ুন-শান্তনু-ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে রিসর্টে ডেকে জিজ্ঞাসাবাদ, হাতে এল বহু নথি, প্রিন্টার আনল ইডি
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, অয়নের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথির মধ্যে ২০১২ ও ২০১৪ সালে টেট নিয়োগের নথি পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব করে তারা। কিন্তু কী আছে ওই নথির মধ্যে? জানা গিয়েছে, ২০১২ সালে টেটের অ্যাডমিট কার্ড ছাড়াও পুরসভার পরীক্ষা সংক্রান্ত ওএমআর সিট উদ্ধার হয়েছে। তাই ইডি গভীরে খতিয়ে দেখতে চাইছে যে আদতে ওই বছরগুলিতেও দুর্নীতি হয়েছে কিনা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”নিয়োগ দুর্নীতির অস্বস্তির মাঝেই বড় সিদ্ধান্ত মমতার! Mamata Banerjee gives instruction to Bratya Basu” width=”560″>
কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেছে, রাজ্যের অন্তত ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়েছে অয়নের অফিস থেকে। তিনি একজন প্রমোটার, তাই এই নথি তাঁর কাছে থাকার কোনও প্রশ্নই ওঠে না। তাহলে কী ভাবে এইসব নথি তাঁর কাছে এল? ইডির দাবি, অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর প্রায় ৫০ কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে। তাই তাদের অনুমান, দুর্নীতি কাণ্ডের সঙ্গে অয়ন শীলের দৃঢ় যোগ আছে।