চাকরি কিনতে শান্তনুতে দেন ১ কোটি ৪০ লক্ষ টাকা! সেই গুণধরকে এবার তলব করল ইডি

চাকরি কিনতে শান্তনুতে দেন ১ কোটি ৪০ লক্ষ টাকা! সেই গুণধরকে এবার তলব করল ইডি

কলকাতা:  পরতে পরতে দুর্নীতি৷ চাকরির বিনিময়ে বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে এবার টাকা দেওয়ার অভিযোগ উঠল হুগলিরই এক তৃণমূল নেতা গুণধর খাঁড়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার ইডি দফতরে তলব করা হল সেই গুণধরকে৷ আরামবাগের পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি গুণধরের কাছে চাকরি বিক্রি করতে ১ কোটি ৪০ লক্ষ টাকা নেন শান্তনু। ২৬ জন প্রার্থীকে চাকরি পাইয়ে দিতে গুণধর এই বিপুল টাকা শান্তনুকে দিয়েছিলেন বলে জানতে পেরেছে ইডি৷ চলতি সপ্তাহেই ইডির মুখোমুখি হয়েছেন গুণধর। বৃহস্পতিবার ফের নথি সহ তাঁকে ইডি দফতরে তলব করা হয়েছে৷ 

প্রায় দেড় কোটি টাকা নেওয়ার পরেও শান্তনু কিন্তু চাকরি করে দেননি বলেই অভিযোগ জানিয়েছেন গুণধর৷ শান্তনু তখনও গ্রেফতার হননি৷ তাঁর দেওয়া তালিকায় অনেকের চাকরি না হওয়ার সেই সময় শান্তনুর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন গুণধর৷  কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি৷ এদিকে,  শান্তনুর দাবি, তিনি কোনও  টাকা নেননি৷ উল্টে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন শান্তনু৷ তেমনটাই খবর ইডি সূত্রে৷

ইডির দাবি, বয়ান অনুযায়ী, প্রাইমারি এবং আপার প্রাইমারিতে চাকরির জন্য শান্তনুকে টাকা দিয়েছিলেনগুণধর। দু’টি ক্ষেত্রে ভিন্ন দর নির্ধারণ করা হয়েছিল। স্কুলে চাকরির জন্য ১০ লক্ষ টাকা কখনও বা তার বেশি দাম চাওয়া হয়েছিল৷ প্রাইমারিতে চাকরির জন্য ৭ জন এবং আপার প্রাইমারিতে ১৯ জন প্রার্থীর তালিকা দিয়েছিলেন গুণধর৷ এর জন্য শান্তনুকে টাকাও দিয়েছিলেন তিনি। এর মধ্যে গুণধরের কিছু আত্মীয় এবং ঘনিষ্ঠদের নাম ছিল৷