পার্থকে নিয়ে ভুবনেশ্বর এইমস-এ উড়ে গেল এয়ার অ্যাম্বুলেন্স

পার্থকে নিয়ে ভুবনেশ্বর এইমস-এ উড়ে গেল এয়ার অ্যাম্বুলেন্স

কলকাতা: আদালতের নির্দেশ মেনে সোমবার বৃষ্টি ভেজা সকালে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের সামনে হাজির অ্যাম্বুল্যান্স। সেখান থেকে সোজা কলকাতা বিমানবন্দর৷ ঘড়িতে তখন সাড়ে সাতটা৷ অ্যাম্বুলেন্স তোলা হয় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ আটটা বাজতে তখনও কয়েক মিনিট বাকি৷ অ্যাম্বুলেন্স পৌঁছে যায় কলকাতা বিমানবন্দরের সামনে৷ সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল গুয়াহাটি থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স৷ পার্থকে নিয়ে উড়ে গেল ভুবনেশ্বর৷ পার্থের সঙ্গে এসএসকেএমের কার্ডিওলোজি বিভাগের এক জন চিকিৎসকও ভুবনেশ্বর যাচ্ছেন৷  রবিবার তেমনই নির্দেশ দিয়েছিল আদালত৷ 

আরও পড়ুন- ব্রেকিং: পার্থকে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাবে ED, নির্দেশ হাইকোর্টের

এদিন সকালে এসএসকেএম হাজির হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও। এসএসকেএমে পার্থর চিকিৎসকের সঙ্গে ভুবনেশ্বর যাচ্ছেন তাঁর তিনিও। এইমস ভুবনেশ্বরকে নির্দেশ দেওয়া হয়েছে, কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে একটি টিম তৈরি করার জন্য৷ যাঁরা পার্থের স্বাস্থ্য পরীক্ষা করবেন। সোমবার বিকেল ৩টের মধ্যে ভুবনেশ্বর এইমস পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট দেবে৷ 

এসএসসি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, এসএসকেএমে ভর্তি হওয়া যাবে না। ঘটনাচক্রে গ্রেফতারির পর সেই এসএসকেএমেই ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। যার তীব্র প্রতিবাদ জানায় ইডি৷ ইডি চেয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে কল্যাণী এইমসে নিয়ে যেতে৷ পার্থর এসএসকেএম-এ ভর্তি হওয়ার বিরোধিতা করে শনিবার রাতেই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় ইডি৷ পরে কলকাতা হাই কোর্টে শুনানি হলে পার্থকে এইমস ভুবনেশ্বরে শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দেন বিচারপতি৷