কলকাতা: একটা মাত্র নাম নিয়ে এখন তোলপাড় রাজ্য। সেই নাম হল হৈমন্তী গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সর্বপ্রথম এই নাম প্রকাশ্যে আনেন। তারপর থেকেই চর্চা শুরু। কুন্তুলের মুখে হৈমন্তীর নাম উঠে আসার পরই তদন্ত শুরু করেন কেন্দ্রীয় সংস্থার অফিসাররা৷ তাঁরা জানতে পারেন, হৈমন্তীর সঙ্গে টলিউড যোগসূত্র রয়েছে৷ মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু হৈমন্তী সিনেমাতেও কাজ করেছেন৷ কিন্তু তার আছে কত টাকা আছে বা থাকতে পারে, সেই নিয়ে ইডি বড় তথ্য দিল।
আরও পড়ুন- ২১ ফেব্রুয়ারির প্রতিবাদ কর্মসূচির পর ‘ভাষা বাঁচাও কনভেনশন’, সিদ্ধান্ত নিল সংগঠন
হৈমন্তী গঙ্গোপাধ্যায় হলেন নিয়োগ দুর্নীতিতে সাক্ষী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী৷ ইডি সূত্রে খবর, গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায়। বড়বাজারের একটি বেসরকারি ব্যাঙ্কে আরমান নামে অ্যাকাউন্ট খোলেন গোপাল, সেখানে হৈমন্তীকে নমিনি করেছিলেন। ইডির চাঞ্চল্যকর দাবি, নিয়োগ দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা হৈমন্তীর কাছে রয়েছে। গোয়েন্দা সংস্থা আরও জানাচ্ছে, ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত ওই অ্যাকাউন্টের নমিনি ছিলেন হৈমন্তী। এদিকে গোপাল দলপতি বা হৈমন্তীর কারোর খোঁজ এখনও পর্যন্ত না পাওয়া গেলেও ইডির অনুমান, অনেক প্রভাবশালীর সঙ্গেই যোগ ছিল এই রহস্যময়ী মহিলার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”‘মোটু টুকি’, ‘মোটকা দা টুকি’! টিটকিরির বিরাম্বনায় পার্থ! Jail inmates mock Partha Chatterjee” width=”560″>
তবে চমক এখানেই শেষ নয়। ইডি মনে করছে, মডেল–অভিনেত্রী হিসেবে পরিচিত এই মহিলা গোপালের সঙ্গে মিলে একডজন কোম্পানি খুলেছিলেন। সেগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রাখার পর একাধিক জমি ও ফ্ল্যাটও কেনা হয়েছে। আগেই জানা গিয়েছে, একসময় গোপাল এবং হৈমন্তীর কেমিস্ট্রি ছিল বেশ মাখোমাখো৷ তিহার থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীর ইচ্ছায় নাম বদলে আরমান গঙ্গোপাধ্যায় হয়েছিলেন গোপাল। হৈমন্তীর সঙ্গে যে কোম্পানি খুলেছিলেন তিনি, ওই কোম্পানির নাম দিয়েছিলেন হৈমন্তী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড।