কলকাতা: একের পর এক দুর্নীতি ইস্যুতে রাজ্য তোলপাড়। শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরসভা দুর্নীতি, আর এখন রেশন দুর্নীতি। সিবিআই, ইডি মিলে একযোগে সব ইস্যুতে তদন্ত করছে। তবে সাম্প্রতিক নজরে আসা রেশন দুর্নীতিই দেশের সবথেকে বড় বলে মনে করছেন ইডি আধিকারিকরা। মূলত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর তদন্ত যেদিকে এগিয়েছে, তার ভিত্তিতেই এমন দাবি কেন্দ্রীয় সংস্থার।
এই ইস্যুতে আগে গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে রাজ্যের মন্ত্রীর যোগসাজশ আছে বলেই স্পষ্ট ইঙ্গিত পেয়েছে ইডি। তাদের আপাতত ধারণা, ভুয়ো রেশন কার্ডে বরাদ্দ চাল-গম খোলা বাজারে বিক্রি করেছেন জ্যোতিপ্রিয়, বাকিবুররা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রাজ্যে ১ কোটি ৬৬ লক্ষ ভুয়ো রেশন কার্ড নিয়ে কেন্দ্রকে কোনও তথ্য দেয়নি রাজ্য সরকার।
ইডি জানিয়েছে, ওইসব রেশন কার্ডের এক একটির জন্য মাসে ৫ কেজি করে কেন্দ্রীয় চাল বরাদ্দ ছিল। অর্থাৎ বছরে ৬০ কেজি প্রতি কার্ড। সেই চালই ২৮ টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। যার থেকে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার দুর্নীতি হয়ে থাকতে পারে। অনুমান, এমনটা হলে এটাই স্বাধীনতার পর দেশের সবথেকে বড় রেশন দুর্নীতি।