গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় ইডির, সায়গল-অনুব্রতর অস্বস্তি বাড়ল

গরু পাচার মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় ইডির, সায়গল-অনুব্রতর অস্বস্তি বাড়ল

নয়াদিল্লি: গরু পাচার মামলায় বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। তাঁদের ছাড়াও মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হক এবং ধৃত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারও তিহাড়ে আছেন। এবার ইডি তোড়জোড় শুরু করেছে এই গরু পাচার মামলা পাকাপাকিভাবে দিল্লিতে নিয়ে যাওয়ার। ইডির আর্জি, তাদের এবং সিবিআইয়ের করা মামলাটি এক জায়গায় এনে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্থানান্তরিত করা হোক। স্বাভাবিকভাবেই বলা যায়, এই পদক্ষেপে অস্বস্তি বাড়বে অনুব্রত-সায়গলের। 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, শুক্রবার আসানসোলের সিবিআই আদালতে গরু পাচার মামলা স্থানান্তরের আবেদন করেছে তারা। অন্যদিকে দিল্লির আদালতে যে আবেদন করা হয়েছে তাতেও নাকি সম্মতি পাওয়া গিয়েছে। অর্থাৎ ইডি যা চাইছে তা আগামী দিনে কার্যকর হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আগামী ১৯ আগস্ট এই ইস্যুতে শুনানি আছে আসানসোলের সিবিআই আদালতে। সেই দিনই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। যদিও গোটা বিষয়ের বিরোধিতা করে আদালতে পাল্টা আর্জি জানানো হবে বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কিন্তু কী ব্যাখ্যা দিচ্ছেন তিনি?

এক সংবাদমাধ্যমে টেলিফোনিক সাক্ষাৎকার দিয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, মামলা যদি সম্পূর্ণ দিল্লিতে নিয়ে যাওয়া হয় তবে সব সাক্ষীদের বারবার দিল্লি নিয়ে যেতে হবে। এছাড়া মামলা সম্পর্কিত একাধিক যে নথি আছে তাও দিল্লি পাঠাতে হবে। এতে অসুবিধা বাড়বে বৈ কমবে না। তাই তারা এই ইস্যুতে বিরোধ করবেন বলেই জানিয়েছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *