কলকাতা: সমস্ত জটিলতা কাটার পর অনুব্রত মণ্ডলকে এদিনই দিল্লি নিয়ে যাচ্ছে ইডি। মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার সময় একটি বেসরকারি উড়ান সংস্থার বিমানে গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাবে তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে মঙ্গলবারই তাঁকে দিল্লির আদালতে পেশ করা হতে পারে। কিন্তু আপাতত যে পরিস্থিতি তাতে তা হচ্ছে না।
আরও পড়ুন- শহরের এক বিলাসবহুল হোটেলে আগুন-আতঙ্ক, অগ্নিকাণ্ড বারাকপুরেও
স্বাভাবিক নিয়মেই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে সন্ধে পেরিয়ে রাত হয়ে যাবে ইডির। তাই আজই আদালতে পেশ করা হবে না তাঁকে। সূত্র মারফৎ জানা গিয়েছে, দিল্লিতে পৌঁছে ফের একবার অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। এর জন্য তাঁকে নিয়ে যাওয়া হবে স্থানীয় কোনও এক হাসপাতালে। তারপর রাতে ইডি’র দফতরেই রাখা হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। আগামীকাল সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে তাঁকে। এদিকে আবার জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে বসে আবার নিজেকে অসুস্থ বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তিহাড় জেলের ‘সিংঘম’ জেলারকে চেনেন! Know about Tihar jailer Deepak Sharma” width=”560″>
জোকা ইএসআই হাসপাতাল তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছে৷ আর হাসপাতালের ফিট সার্টিফিকেট হাতে আসতেই শুরু হয়ে যায় অনুব্রতকে নিয়ে দিল্লি যাওয়ার প্রস্তুতি৷ কিন্তু জটিল কোনও রোগ না থাকলেও অনুব্রত যে সম্পূর্ণ সুস্থ এমনটাও নয়। সূত্রের খবর, বিমানবন্দরে বসে তিনি শ্বাসকষ্ট হওয়ার কথা বলেছেন। অনুব্রত জানান, তাঁর নিঃশ্বাসে সমস্যা হচ্ছে। এমনকি অনুব্রতকে ইনহেলার নিতেও দেখা যায়। জানা গিয়েছে, পরে তিনি লাল চা এবং হালকা খাবার খেয়েছেন।