কলকাতার রাজপথ থেকে বিদায় নিতে চলেছে ট্রাম! চেপে নিন শেষবার

কলকাতা: ১৫০ বছরেরও বেশি সময় ধরে কলকাতার বুক চিড়ে ছুটে চলেছে ট্রাম৷ তবে সেই সম্পর্কে এবার ইতি পড়তে চলেছে৷ স্মৃতির পাতায় জায়গা নিতে চলেছে ট্রাম৷…

trum5

কলকাতা: ১৫০ বছরেরও বেশি সময় ধরে কলকাতার বুক চিড়ে ছুটে চলেছে ট্রাম৷ তবে সেই সম্পর্কে এবার ইতি পড়তে চলেছে৷ স্মৃতির পাতায় জায়গা নিতে চলেছে ট্রাম৷

 

কলকাতার রাস্তায় এই ট্রামের সঙ্গে বহু মানুষেরই বহু নস্ট্যালজিয়া জড়িয়ে রয়েছে৷ তবে দ্রুত গতির এই শহরে ট্রামের মতো ধীর গতির যানের জায়গা হয়তো আর হবে না। তাছাড়া শহর জুড়ে রাস্তার উপর পাতা ট্রামলাইনের জন্য কিছুটা সমস্যাও হয়। বহুবার ট্রামলাইনে স্কুটার, বাইকের চাকা হড়কে গিয়ে বিপদ ঘটেছে। বহু দিন ধরেই ট্রামের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ছিল৷ এবার ট্রামকে নিয়ে সরকার তাদের অবস্থান স্পষ্ট করতে পারে বলেই সূত্রের খবর৷ এবার থেকে শুধুমাত্র দেশি, বিদেশি পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত লুপ লাইনে থাকবে ট্রামের জয়রাইড৷