নির্বাচনী উত্তাপ ঘিরে ফেলেছে বরাহনগরকে, প্রার্থীদের মৌখিক টক্কর অব্যাহত

নির্বাচনী উত্তাপ ঘিরে ফেলেছে বরাহনগরকে, প্রার্থীদের মৌখিক টক্কর অব্যাহত

কলকাতা: রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচন চলতি মাসের ২৭ তারিখে। তবে নির্বাচনে গণনা কবে হবে তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কিন্তু বুধবার জানা গিয়েছে আগামী ২ মার্চ সব পুরসভার গণনা হচ্ছে। তাই আর কোনও রাখঢাক না রেখে ইতিমধ্যেই পুরোদমে প্রচারে নেমে পড়েছেন ডান, বাম সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা।

আরও পড়ুন- ‘কোচবিহারবাসীর মুক্তির জন্য লড়াই করে যাব’, নিশীথ মন্তব্যে বিতর্কের ঝড়

ভোটের আবহে বরাহনগর পুরসভা ২০ নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই সাহা এবং ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী দিলীপ নারায়ণ বসুর সমর্থনে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে বরাহনগর বিধানসভা বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি হুইপ তাপস রায় মিছিল থেকেই দলীয় প্রার্থীদের জন্য এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। ওয়ার্ড গুলির বিভিন্ন এলাকায় পরিক্রম করেন। বিধায়ক তাপস রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত। বিরোধীদের ভোট ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে না। তাঁদের দুটি জায়গায় রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। এক, কলকাতা হাইকোর্টে এবং দুই, রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। এই মধ্যেই বহু পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সেখানে বিরোধীদের দেখতে পাওয়া না গেলেও বরাহনগর পুরসভার সব আসনেই তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পুরসভা দেখে অন্য পুরসভার বিরোধীদের অবশ্যই মুখ বন্ধ হয়ে যাবে কারণ তাঁরা বলছেন বিরোধী দল প্রার্থী দিতে পাচ্ছেন না।

এদিকে, ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নবাগত প্রার্থী নিতাই সাহা জানিয়েছেন, তিনি জিতে এসে এলাকার পৌর পরিষেবা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। পাশাপাশি এলাকার পানীয় জলের সমস্যা ও ভেঙে পড়া নিকাশি ব্যবস্থায় জোর দেবেন। যদিও দাবি, ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ নারায়ণ বসু দু’বারের পৌর প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কাছে পৌর পরিষেবার দেওয়ার কোন খামতি রাখেননি। ২০ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত আর এস পি প্রার্থী সঞ্জয় দাস জানিয়েছেন, এলাকায় পানীয় জলের খুব সমস্যা, নিকাশি ব্যবস্থা হাল খুবই খারাপ। তাই এলাকার মানুষ তাঁকে আশীর্বাদ করলে সমস্যা গুলির সমাধান করবেন। তবে এলাকাবাসী আশা প্রত্যাশা পূরণ করার জন্য কাকে বেছে নেবেন তা আগামী ২ মার্চ জনসমক্ষে স্পষ্ট হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =