দালালের ফাঁদে পড়লে… চাকরিপ্রার্থীদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

দালালের ফাঁদে পড়লে… চাকরিপ্রার্থীদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

কলকাতা: টেট পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দু’মাসের মধ্যেই ফলাফল প্রকাশ পেয়েছে শুক্রবার। কিন্তু কিছুদিন আগেই নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে বহু ওএমআর সিট উদ্ধার হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই পরীক্ষা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। সেই সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিনের সাংবাদিক বৈঠকে চাকরিপ্রার্থীদের সতর্ক করে দিলেন তিনি। 

আরও পড়ুন- টেটের ফল প্রকাশ: প্রথম দশে ১৭৭ জন, শীর্ষে ইনা সিংহ

শিক্ষামন্ত্রী এদিন বলেন, এবারের টেটের ওএমআর সিট পর্ষদের পাশাপাশি পরীক্ষার্থীর কাছেও রয়েছে। এবার সেই পরীক্ষার্থী যদি কোনও দালাল বা দুষ্টচক্রকে সেই সিট দিয়ে থাকে তাহলে তার দায়িত্ব পর্ষদ বা রাজ্য সরকারের নয়। এই কাজ করে থাকলে সেই পরীক্ষার্থী দালাল এবং দুষ্টচক্রের মতো সমান দোষী। এই পরিপ্রেক্ষিতে তাঁর সতর্কবার্তা, কেউ দালালের ফাঁদে পা দেবেন না। পরীক্ষার্থীকে যদি আস্থা রাখতে হয় তাহলে নিজের যোগ্যতা, শ্রম এবং মেধার ওপর আস্থা রাখতে হবে। আর পর্ষদের নিরপেক্ষতার ওপর ভরসা করতে হবে। এক্ষেত্রে তিনি উপমা দিয়ে বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষার নেওয়ার জন্য সবরকম ব্যবস্থা করেছিল পর্ষদ। আর লখিন্দরের বাসরঘরের মতো ত্রুটি সামলে পরীক্ষা নিয়েছে তারা।