ফের গঙ্গার ভাঙন, নদী গিলে খেল আস্ত বসতি, চাষের জমি

ফের গঙ্গার ভাঙন, নদী গিলে খেল আস্ত বসতি, চাষের জমি

 

নদিয়া: ফের গঙ্গা ভাঙন অব্যাহত। রাত থেকেই শুরু হয় এই ভয়াবহ ভাঙন। প্রায় বেশ কয়েকটি বসত বাড়ি সহ বিঘা বিঘা চাষের জমি তলিয়ে গেল গঙ্গা বক্ষে। আতঙ্কে গ্রামবাসীরা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার এলাকার ১৬ নম্বার ওয়ার্ডের  চর সারাগর এলাকায়।

গ্রামবাসীদের অভিযোগ, বিগত দিনেও এই গঙ্গা ভাঙনের কারনে ভিটেমাটি সহ বিঘের পর বিঘে চাষের জমি তলিয়ে গিয়েছে গঙ্গাবক্ষে। একাধিক বার প্রশাসন আধিকারিকদের জানিও মেলেনি তার সুরাহা। ভাঙন রোধ করার জন্য প্রশাসনিক তরফ থেকে  প্রাথমিকভাবে কিছু বালির বস্তা ফেলা হয়। গ্রামবাসীদের দাবি বালির বস্তা ফেলে ভাঙন রোধ করা সম্ভব নয়। পাকাপোক্ত ভাবে বাঁধানোর ব্যবস্থা করুক প্রশাসন।

ধারাবাহিক ভাঙনের জেরে এদিনও নতুন করে বেশ কিছু পরিবারকে ঘর ছাড়া হয়ে অন্যত্র আশ্রয় নিতে হল। বিগত দিনে দেখা গিয়েছে এই ভয়াবহ ভাঙনের ফলে সমস্যায় পড়তে হয়েছে গ্রামবাসীদের । প্রশ্ন থেকেই যায় কবে কাটবে গ্রামবাসীদের আতঙ্ক ? কবে শুরু হবে পাকাপোক্ত ভাবে এই ভাঙন রোধের কাজ ? কবে মিলবে গ্রামবাসীদের সূরাহা ? কোনও সুদত্তর মেলেনি প্রশাসনিক কর্তাদের৷

গ্রামবাসী রাহুল দত্ত, সঞ্জয় রায়েরা বলেন, ‘‘প্রশাসন থেকে রাজনৈতিক নেতা, সকলেই মুখে হাজারো বুলি আওড়ান৷ কিন্তু আমাদের মতো নদীর পারের মানুষগুলোর কথা ওরা ভাবেন না৷ তারই জেরে নদীও বসত বাড়ি গিলতে গিলতে এগিয়ে আসে, আর আমরাও বার বার ঘর ছাড়া হতে থাকি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =