‘মমতাকে এক ভোটে হলেও হারান’, কিন্তু কেন? বললেন মন্ত্রী!

‘মমতাকে এক ভোটে হলেও হারান’, কিন্তু কেন? বললেন মন্ত্রী!

বাঁকুড়া: তিনি এলেন৷ বাসিন্দাদের সমস্যার বিষয়ে কথা বললেন এবং এলাকা ছেড়ে যাওয়ার সময় বাসিন্দাদের উদ্দেশ্যে একটাই আর্জি জানালেন, ‘‘মাত্র এক ভোটে হলেও মুখ্যমন্ত্রীকে হারান’’৷ শুক্রবার বাঁকুড়া শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সহ সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

একই সঙ্গে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী চাপের মধ্যে আছেন। কারণ বিজেপি ওনার মসজিদে গিয়ে প্রচার করার কথা তুলে ধরলে উনি মন্দির ও গুরুদ্বারে যাওয়ার কথা বলছেন।’’ এরপরই নিজের দাবির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সুভাষ৷ বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীকে হারাতে পারলে তৃণমূল ও সরকারের কাছে একটা বার্তা যাবে। যে মানুষ দুর্নীতিগ্রস্ত এই প্রশাসনকে চাই না৷’’ যদিও সুভাষবাবুর এই দাবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে? ভবানীপুরের দাবি বাঁকুড়ায় জানিয়ে কি লাভ? সুভাষবাবু বলেন, ‘‘উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তাই ওঁনার জন্য সারা রাজ্যের মানুষের কাছেই আবেদন জানাচ্ছি৷ আণরা ভবানীপুরেই যাচ্ছি৷ মানুষকে এই একটা কথায় বলছি যে ওঁকে একটি ভোটে হলেও হারান৷ এটা দরকার আছে৷ রাজ্যের উন্নয়নের স্বার্থে এটা দরকার৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − one =