প্রয়াত সত্যব্রত মুখোপাধ্যায়, ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রীও

প্রয়াত সত্যব্রত মুখোপাধ্যায়, ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রীও

কলকাতা: না ফেরার দেশে সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, আবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে মন্ত্রী ছিলেন তিনি। শুক্রবার সকালে কলকাতায় তাঁর নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে সত্যব্রত মুখোপাধ্যায়ের। জানা গিয়েছে, বার্ধক্য জনিত কারণে দীর্ঘ তিন বছর সকলের আড়ালেই চলে গিয়েছিলেন তিনি। জীবন যুদ্ধ থামল ৯০ বছরে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য–রাজনীতিতে।

আরও পড়ুন-নির্বাচন কমিশনার নিয়োগে ঐতিহাসিক রায়, কেন প্যানেল তৈরি করল সুপ্রিম কোর্ট? কী ছিল আগের নিয়ম?

পেশায় আইনজীবী সত্যব্রত ১৯৯৯ সালের লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। পরে ২০০০ থেকে ২০০২ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন আবার ২০০২ সাল থেকে ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু আর কোনও লোকসভা ভোটে তিনি জিততে পারেননি। ২০০৮ সালে বাংলায় বিজেপির সভাপতি হন। কিন্তু ২০০৯ সালে তাঁর জায়গায় বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন রাহুল সিনহা।