কলকাতা: না ফেরার দেশে সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, আবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে মন্ত্রী ছিলেন তিনি। শুক্রবার সকালে কলকাতায় তাঁর নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে সত্যব্রত মুখোপাধ্যায়ের। জানা গিয়েছে, বার্ধক্য জনিত কারণে দীর্ঘ তিন বছর সকলের আড়ালেই চলে গিয়েছিলেন তিনি। জীবন যুদ্ধ থামল ৯০ বছরে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য–রাজনীতিতে।
আরও পড়ুন-নির্বাচন কমিশনার নিয়োগে ঐতিহাসিক রায়, কেন প্যানেল তৈরি করল সুপ্রিম কোর্ট? কী ছিল আগের নিয়ম?
পেশায় আইনজীবী সত্যব্রত ১৯৯৯ সালের লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। পরে ২০০০ থেকে ২০০২ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন আবার ২০০২ সাল থেকে ২০০৩ সালের অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু আর কোনও লোকসভা ভোটে তিনি জিততে পারেননি। ২০০৮ সালে বাংলায় বিজেপির সভাপতি হন। কিন্তু ২০০৯ সালে তাঁর জায়গায় বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন রাহুল সিনহা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”শত চেষ্টা করেও সাগরদিঘিতে হারানো গেল না কংগ্রেসকে! Congress could not be defeated in Sagardighi” width=”835″>
তবে ১৯৩২ সালের ৮ মে সিলেট (এখন বাংলাদেশ)-এ জন্ম নেওয়া সত্যব্রত ৮৭ বছর বয়স পর্যন্ত নিয়মিত কলকাতা হাইকোর্টে যেতেন। কিন্তু সকলের কাছে জলু বাবু নামে পরিচিত এই ব্যক্তি বার্ধক্য জনিত কারণে শেষ কয়েক বছর আদালত চত্বরে যেতেই পারেননি। শুক্রবার তাঁর মৃত্যুর পর শোক প্রকাশ করেছে বিজেপি, তৃণমূল সহ সব দলই। প্রবীণ নেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়া জেলা তৃণমূল নেতা তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও শোকজ্ঞাপন করেন।