খড়দহ আক্রান্ত তন্ময়! মাথা ফাটল প্রাক্তন বিধায়কের

খড়দহ আক্রান্ত তন্ময়! মাথা ফাটল প্রাক্তন বিধায়কের

খড়দহ: আজ রাজ্যের চার জায়গায় উপনির্বাচন চলছে যার মধ্যে একটি খড়দহ। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে অশান্ত হয় এই কেন্দ্র। এবার জানা গেল, খড়দহ স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। ভোট চলাকালীন খড়দহ স্টেশন রোডে আক্রান্ত হন প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। মাথা ফাটে প্রাক্তন সিপিএম বিধায়কের।

আক্রান্ত হওয়ার পর সাংবাদিকদের প্রাক্তন সিপিএম বিধায়ক জানান, মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। শহরাঞ্চলে এমনি কোন সমস্যা নেই কিন্তু গ্রাম অঞ্চলে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তিনি আরো জানান, অপূর্ব নগর এলাকায় সিপিএম কিছু পোলিং এজেন্টদের বাধা দেওয়ার কথা তিনি শুনেছেন। আরো দুই-তিন জায়গায় সিপিএম এজেন্টের বসতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এই ঘটনার প্রেক্ষিতে তিনি শাসক দলের কর্মীদের আবেদন জানিয়েছেন যাতে তারা সিপিএম পোলিং এজেন্টের বুথে বসতে দেন। একই সঙ্গে নিজের দলের কর্মীদের সমালোচনা করে তিনি বলেন যে ভয় পেয়ে ঘরে বসে থাকলে কোন লাভ হবে না। 

এদিকে খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে দুটি ভ্যাকসিন না নিলে ভোটারদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ভোট দেওয়ার সঙ্গে দুটি ভ্যাকসিন নেওয়ার কী সম্পর্ক তাই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে আবার তাঁকেও ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি আবার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলেছে ইতিমধ্যেই। বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে এবং তার সঙ্গেও বচসায় জড়িয়েছে শাসক শিবিরের কর্মীরা বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eighteen =