কলকাতা: ওএমআর সিট মুড়ে কেক বিক্রি হচ্ছে এক চায়ের দোকানে, এমন ছবি কিছুদিন আগেই সামনে এসেছিল। নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের মধ্যেই ওএমআর সিট নিয়ে আরও বড় ঘটনা। এবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চল থেকে মিলল পরীক্ষার বেশ কিছু উত্তরপত্র। স্থানীয় এক জুতোর দোকানের সামনে সেগুলি পড়ে থাকতে দেখা যায় বলে সূত্র মারফত জানা গিয়েছে। আপাতত সেগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু এইভাবে ওএমআর সিট সেখানে কোথা থেকে এল, কারাই বা ফেলে গেল, তা নিয়ে ধন্দ।
আরও পড়ুন- পার্থর কাছে তাঁরা অনুরোধ করেছিলেন কি? নিরপেক্ষ তদন্তের দাবি কুণালের
গড়িয়াহাট অঞ্চল থেকে যে ওএমআর সিট উদ্ধার করা হয়েছে তা চাকরির উত্তরপত্র নয় বলেই জানা গিয়েছে। আসলে সেগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার পরীক্ষার উত্তরপত্র। তাতে আবার পরীক্ষার্থীদের স্বাক্ষরও ছিল। গোটা বিষয় নিয়েই সন্দেহ দানা বেঁধেছে অনেক। গড়িয়াহাট থানার পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত করতে শুরু করেছে। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষার উত্তরপত্র কেন রাস্তায় অবহেলায় পড়ে থাকবে, এই সম্পর্কে কেন জানবে না খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তা নিয়েই প্রশ্ন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ইডি-র নজরে শ্বেতা চক্রবর্তী! কীভাবে কোটি কোটির দুর্নীতিতে যোগ? Sweta Chakraborty under ED scanner” width=”560″>
উল্লেখ্য, কিছুদিন আগেই বোলপুরের এক চায়ের দোকানে দেখা যায় ওএমআর সিটে মোড়ানো কেক বিক্রি হচ্ছে। সেখানে আবার কারও নাম, নম্বর সবই লেখা। এই জিনিস দেখামাত্রই শোরগোল পড়ে যায় চায়ের দোকানে। এত গুরুত্বপূর্ণ জিনিস কী ভাবে এই জায়গায় এল, সেই প্রশ্নই স্বাভাবিকভাবে চলে আসে মানুষের মনে। যদিও এই ব্যাপারে চায়ের দোকানের মালিক সেইভাবে কিছুই বলতে পারেননি।