গুণমান পরীক্ষায় ব্যর্থ বিপুল পরিমাণ ওষুধ, চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় রিপোর্টে

কলকাতা: ফের দেশজুড়ে গুণমান যাচাই পরীক্ষায় ফেল করল বিপুল সংখ্যক ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা (CDSCO) প্রকাশিত সর্বশেষ রিপোর্টে জানা গিয়েছে, মোট ১৯৮টি ওষুধ গুণমান…

failed drug quality test

কলকাতা: ফের দেশজুড়ে গুণমান যাচাই পরীক্ষায় ফেল করল বিপুল সংখ্যক ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা (CDSCO) প্রকাশিত সর্বশেষ রিপোর্টে জানা গিয়েছে, মোট ১৯৮টি ওষুধ গুণমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, এমনকি স্যালাইনও রয়েছে।

কলকাতায় ফেল ৩৩টি ওষুধ

কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পরীক্ষায় ফেল করেছে ৩৩টি ওষুধ। রিপোর্টে উঠে এসেছে একাধিক ভায়ালে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি, বিশুদ্ধ জল ব্যবহারের অভাব, এবং নামী সংস্থার ব্র্যান্ড নেম জালিয়াতির অভিযোগ।

সূত্রের খবর, গত মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাজারে বিক্রিত ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, ট্যাবলেট বা ক্যাপসুল শরীরে প্রবেশ করার পর দ্রবীভূতই হচ্ছে না, ফলে ওষুধ কার্যকর হচ্ছে না।

কোন কোন ওষুধে লুকিয়ে বিপদ failed drug quality test

এই জাল ও নিম্নমানের ওষুধের তালিকা ইতিমধ্যেই দেশের প্রতিটি রাজ্যে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আমাদের রাজ্যেও তালিকাভুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য —

  • অপারেশনের পর ব্যবহৃত ইনজেকশন
  • স্নায়ুর রোগে ব্যবহৃত ওষুধ
  • সংক্রমণ প্রতিরোধকারী ইনজেকশন
  • অ্যান্টিবায়োটিক
  • ডায়াবেটিসের ইনজেকশন
  • কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া রোধে ব্যবহৃত ইনজেকশন
  • রিঙ্গার ল্যাকটেট স্যালাইন
  • যক্ষ্মার ওষুধ

কোন রাজ্যের কটি সংস্থা

রিপোর্ট অনুযায়ী, যে সংস্থাগুলির ওষুধ পরীক্ষায় ফেল করেছে, তাদের মধ্যে ৫৫টি হিমাচল প্রদেশের, ৪৮টি উত্তরাখণ্ডের, ২৬টি গুজরাতের, ১৮টি মধ্যপ্রদেশের ও ১০টি তামিলনাড়ুর সংস্থা।

এই ঘটনার জেরে সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, এই জাল ও নিম্নমানের ওষুধ কীভাবে বাজারে এলো এবং নিয়ন্ত্রক সংস্থার নজর এড়িয়ে এতদূর পৌঁছল। অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Bengal: A recent CDSCO report reveals 198 drugs, including tablets, injections, and saline, failed quality tests across India, with 33 failing in Kolkata. Issues include harmful bacteria, lack of purified water, and brand name counterfeiting, leading to ineffective medication and national alerts.