পুলিশের জালে এবার ভুয়ো DSP, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা

পুলিশের জালে এবার ভুয়ো DSP, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা

কলকাতা:  ভুয়ো আইএএস, সিবিআই-এর পর এবার ভুয়ো ডিএসপি-র হদিশ৷ রাজ্য পুলিশের হোমগার্ডে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ৷ চাঁদনি চকের একটি হোটেল থেকে চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা৷ ধৃতদের মধ্যে একজন কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী বলে জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- ‘ইস্তফা দিতে বলা হয়েছিল’, বাবুলের মন্তব্যে দিলীপের তোপ, ‘বরখাস্ত করলে ভাল হত’?

কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার কনস্টেবল পদে কর্মরত ছিলেন রবি মুর্মু৷ প্রতারণার অভিযোগে ২০১১ সালে চাকরি থেকে বরখাস্ত হন তিনি৷ কিন্তু এর পরেও থামেনি প্রতারণার কারবার৷ ভুয়ো ডিএসপি পরিচয়ে চালাতেন প্রতারণা চক্র৷ তাঁর বাকি সহযোগীরা হল শুভ্রনাগ রায়, মাসুদ রানা ও পরিতোষ বর্ম৷ পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাসিন্দা সমরেশ মাহাতোর অভিযোগের ভিত্তেই এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস হয়৷ অভিযোগ শালবনীর ৫ যুবককে কলকাতা পুলিশের হোমগার্ডে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ আস্থা অর্জনে দেওয়া হয় জাল নিয়োগপত্র, খাকি বেল্ট ও টুপি৷ এর ভিত্তিতেই ৩৫ লক্ষ টাকা দেন তাঁরা৷ কিন্তু চাকরি মেলেনি৷ ওই ৫ যুবক জানায়, মাসুদ রানা নামে ভুয়ো ডিএসপি’র পরিচয় পত্র দেখিয়েছিল প্রতারকরা৷ যা দেখেই তাঁরা ফাঁদে পা দেন৷ কিন্তু এর পরেও চাকরি না মেলায় লালবাজারে অভিযোগ দায়ের করেন৷ 

অভিযোগ, চাঁদনি চকের কসমস হোটেলের এই টাকা নেয় প্রতারকরা৷ তদন্তে নেমে গতকাল ওই হোটেল থেকেই মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণার চার জনকে গ্রেফতার করে পুলিশ৷ উদ্ধার হয়েছে ভুয়ো পরিচয়পত্র৷ জাল নিয়োগপত্র, খাকি টুপি ও বেল্ট৷ প্রতারণার জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে৷ 

আরও পড়ুন- ভোট প্রচারে ‘বিজেমূল’ স্লোগান ছিল বামেদের ভুল, স্বীকারোক্তি সূর্যকান্তের

চাঁদনি চকের কসমস হোটেলের কর্মী জানান, ২৯ তারিখ এই চারজন তাঁদের হোটেলে এসেছিল৷ গতকাল সন্ধে ৫টা নাগাদ চারজনকে গ্রেফতার করে পুলিশ৷ হোটেলে ঘর পাওয়ার জন্য আধার কার্ড দেখিয়েছিল তাঁরা৷ দুটে রুমে মোট ছয় জন ছিল বলেও জানান তিনি৷ কিন্তু কেউ ঘুণাক্ষণেরও বুঝতে পারেননি ভুয়ো সরকারি আইকার্ড তৈরি করে মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্র চালাচ্ছে এই চার পাণ্ডা৷ আক কোথায় কোথায় প্রতারণা করা হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =