স্বাস্থ্য সাথী কার্ডের নামে মিথ্যে প্রচার, হাই কোর্টে জনস্বার্থ মামলা চিকিৎসকের

স্বাস্থ্য সাথী কার্ডের নামে মিথ্যে প্রচার, হাই কোর্টে জনস্বার্থ মামলা চিকিৎসকের

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক চিকিৎসক। স্বাস্থ্য সাথী কার্ডের নামে রাজ্য সরকার মিথ্যা প্রচার করছে বলে দাবি ডাক্তার কুনাল সাহার। তাঁর অভিযোগ, স্বাস্থ্য সাথী কার্ডে তেমন কোনও সুযোগ সুবিধা নেই৷ কিন্তু ঢাকঢোল পিটিয়ে স্বাস্থ্য সাথী কার্ডের জোর প্রচার চলছে। গরিব মানুষের জন্য তৈরি হওয়া স্বাস্থ্য সাথী কার্ড থেকে তেমন কোনও সুবিধাই পাচ্ছেন না সাধারণ মানুষ৷ অথচ রাজ্য সরকার বিজ্ঞাপনে মুড়ে ফেলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

জনস্বার্থ মামলায় আরও বলা হয়েছে, যে সব সুযোগ সুবিধা সাধারণ মানুষ পায় না,  রাজ্য সরকার সেই সব প্রকল্পেরই ব্যানার ফ্লেক্স ঝুলিয়ে সুবিধা দেওয়া হচ্ছে দাবি করছে৷ চলছে অপপ্রচার৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ডাক্তার কুণাল সাহাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।