তিন ঘণ্টার বেশি মেট্রো বন্ধ! যথেচ্ছ ভাড়া চাইছে অটো-ট্যাক্সি বলে অভিযোগ

তিন ঘণ্টার বেশি মেট্রো বন্ধ! যথেচ্ছ ভাড়া চাইছে অটো-ট্যাক্সি বলে অভিযোগ

abc4d678830bdc4fdd85117cc8d9cc65

কলকাতা: শনিবার সাতসকাল বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা। কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জেরে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। তার জন্য রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তিন ঘণ্টা হয়ে গেলেও স্বাভাবিক হয়নি এই রুটের মেট্রো চলাচল। তাতে এমনিতেই দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এদিকে রাস্তায় বেরিয়ে আরও বেহাল অবস্থা। অটো এবং ট্যাক্সি যথেচ্ছ ভাড়া চাইছে বলে অভিযোগ করা হচ্ছে। ক্ষোভ বাড়ছে আমজনতার মধ্যে। 

সকাল সাড়ে সাতটার পর থেকে এখনও পর্যন্ত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) এবং দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা। তবে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা ঠিক কখন স্বাভাবিক হবে, তা এখনও জানা যায়নি। এই অবস্থায় ভিড় বেড়েছে রাস্তায়। অফিস যাত্রীরা অটো, বাস বা ট্যাক্সি করে গন্তব্যে যেতে চাইছেন। কিন্তু অভিযোগ উঠছে, মেট্রো পরিষেবা বন্ধ থাকায় তারা নিজেদের মতো করে ভাড়া চাইছে। যাত্রীদের একাংশের অভিযোগ, টালিগঞ্জ থেকে রাসবিহারী আসার জন্য কয়েকজন অটোচালক ভাড়া চাইছেন ৫০ টাকা যা স্বাভাবিকভাবে অনেকটা বেশি। ট্যাক্সিতে ভাড়া চাওয়া হচ্ছে প্রায় দ্বিগুণ। এতেই অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই এই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। তাই ঝুঁকি না নিয়েই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বাকি স্টেশনগুলিতে মেট্রো চললেও তার গতি শ্লথ করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *