কলকাতা: মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁদের৷ লড়াই করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছিলেন৷ ছোট থেকেই মেধাবী মেয়ে ডাক্তারি পড়ার সুযোগও পেয়ে যান। এমবিবিএস করার পর স্নাতকোত্তরের পাঠ নিচ্ছিলেন আর জি কর হাসপাতালের ওই নির্যাতিতা ছাত্রী। স্বপ্নের উড়ান আরও বাকি ছিল তাঁর৷ তার আগেই ছন্দপতন৷ মেয়ের মৃত্যুতে দিশেহারা গোটা পরিবার৷
যে মেয়ের হাতে করে বড় করেছেন, সেই মেয়েকেই শুক্রবার দাহ করেন বাবা-মাকে। শোকস্তব্ধ পানিহাটির বাড়ি এখন থমথমে। কথা বলতে গিয়ে বারবার গলা ধরে আসছে বাবার। মেয়ের নৃশংস মৃত্যু তাঁকে ভিতর থেকে দগ্ধ করে দিয়েছে৷ কথায় কথায় তিনি জানালেন, আগামী বছরই বিয়ের পিড়িতে বসার কথা ছিল নিহত ছাত্রীর৷ তাঁর বাবা জানান, বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল৷ মেয়ের। ২০২৫-এ বিয়ে হবে ধরে নিয়েই প্রস্তুতি চলছিল। পাত্রও একজন ডাক্তার। কিন্তু সেই শুভদিন আর দেখা হল না আর জি কর-এর জুনিয়র চিকিৎসকের বাবা-মায়ের। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হোক, এখন এটাই তাঁদের কামনা৷ দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।