কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর৷ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করার পাশাপাশি দিল্লি পুলিশ কমিশনারকেও চিঠি পাঠিয়েছেন তিনি৷ তবে এখানেই ক্ষান্ত হননি৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও অভিযোগের কপি পাঠিয়েছেন জিন্দাল৷
এর নেপথ্যে রয়েছে বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য৷ তাঁর কিছু বক্তব্য উস্কানিমূলক বলে তাঁর দাবি। প্রলঙ্গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি সব জ্বলবে’৷ তাঁর সেই বক্তব্যের প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৯২, ১৯৬ এবং ৩৫৩ ধারায় মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।