মুখ্যমন্ত্রী ও অভিষেককে অশ্লীল ভাষায় গালিগালাজ, ফের রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR

মুখ্যমন্ত্রী ও অভিষেককে অশ্লীল ভাষায় গালিগালাজ, ফের রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ। তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। আর তার জেরেই এফআইআর দায়ের করা হল ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে। জানা যাচ্ছে, শনিবার তৃণমূলের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে চিৎপুর থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঋজু দত্ত নামের এক ব্যক্তি। তিনি রোদ্দুর রায়ের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করতে দেখা গিয়েছে রোদ্দুর রায়কে।

গতমাসেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের নতুন বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন সেই সময়ও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন রোদ্দুর রায়। মুখ্যমন্ত্রীর পুরস্কার প্রাপ্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তখন তিনি একাধিক কুরুচিকর মন্তব্য করেছিলেন। এরপরই মুখ্যমন্ত্রীর সম্মানহানির দায়ে তার বিরুদ্ধে পাটুলি থানা এবং লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছিল। সম্প্রতি রোদ্দুর রায় ফের কেকের মৃত্যু প্রসঙ্গে একটি ফেসবুক লাইভে এসেছিলেন। সেখানে তিনি নিজস্ব ভঙ্গিতেই ফের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ফলে আবারও মুখ্যমন্ত্রীর সম্মানহানির চেষ্টার অপরাধের রোদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল থানায়।।

উল্লেখ্য দুদিন আগে সম্প্রতি ফেসবুকে কেকের মৃত্যু নিয়ে একটি লাইভ করেছিলেন রোদ্দুর রায়। সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই জনপ্রিয় তার অশ্লীল ভাষা এবং নিজস্ব ভঙ্গিমায় আক্রমণ করার জন্য। বৃহস্পতিবারের দেড়ঘন্টার সেই লাইভেও তিনি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান ও নিজস্ব ভঙ্গিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা মদন মিত্রসহ শাসক দলের একাধিক নেতামন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। এমনকি সেদিন রোদ্দুর রায়কে গায়ক রূপঙ্কর প্রসঙ্গেও একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছিল। এই সমস্ত মন্তব্যের জেরেই ফের  আইনি  জটে ফাঁসলেন রোদ্দুর রায়। গতকাল অর্থাৎ শুক্রবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে চিৎপুর থানায় এফআইআর দায়ের করেছেন ওই তৃণমূল নেতা।

তবে রোদ্দুর রায়ের বিরুদ্ধে যতই আইনি ব্যবস্থা নেওয়া হোক না কেন এইসব বিষয়গুলিকে মোটেই পাত্তা দিতে রাজি নন তিনি। আর তাই এই এফআইআর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে সংবাদমাধ্যম রোদ্দুর রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ‘এফআইআর দায়ের হয়েছে শুনেছি, এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চাইনা।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =