একাকী প্রতিবাদী তরুণীর ১৪ পুরুষ তুলে দিলীপের নামে FIR

একাকী প্রতিবাদী তরুণীর ১৪ পুরুষ তুলে দিলীপের নামে FIR

কলকাতা: বিজেপির অভিনন্দন যাত্রায় হেনস্তা, কটুক্তির জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন একাকী প্রতিবাদী তরুণী সুদেষ্ণা দত্তগুপ্ত৷ আজ পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ প্রতিবাদী ছাত্রীর দিলীপ ঘোষের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ দায়ের করেছেন৷ 

পাটুলির মোড় থেকে বৃহস্পতিবার অভিনন্দন যাত্রার আয়োজন করে বিজেপি৷ সেখানে হাজির ছিলেন দিলীপ ঘোষ৷ যদিও এই মিছিলের অনুমতি ছিল না বলে পুলিশের তরফে জানানো হয়৷ মিছিলের শুরুতেই রাস্তার পাশে ‘নো এনআরসি, নো সিএএ’ লেখা পোস্টার নিয়ে সুদেষ্ণা দত্তগুপ্ত একা বিজেপির মিছিলের বিরুদ্ধে প্রতিবাদ দেখান৷ দিলীপ ঘোষ ওই ছাত্রীকে এড়িয়ে গেলেও বিজেপির কর্মী সমর্থেকরা তাঁর ওপর চড়াও হয়৷ ছুঁড়ে দেওয়া হয় তাঁর হাত থাকা প্ল্যাকার্ড৷  তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়৷ পরে  সাংবাদিকরা ওই ছাত্রীকে উদ্ধার করেন৷ 

ঘটনা প্রসঙ্গে প্রতিবাদী ওই তরুণীর বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ করেন দিলীপ৷ বলেন, তাঁর হাত থেকে শুধু প্ল্যাকার্ড কেড়ে নিয়ে যে ছেড়ে দেওয়া হয়েছে এটাই ১৪ পুরুষের ভাগ্য৷ ওঁর ১৪ পুরুষের ভাগ্য, আমাদের লোকেরা তাঁকে অন্য কিছু করেনি৷ এরা আমাদের কর্মীদের মাঝে আসে কেন? খবর করার জন্য নাকি শহিদ করার জন্য? শহরে সার্কাস দেখানোর অনেক জায়গা আছে৷

এরপর দিলীপ ঘোষের বিরুদ্ধে ছাত্রী জানান, দেশের মহিলাদের অবস্থা খুবই খারাপ৷ গোটা দেশে প্রতি ২২ মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হন৷ দিলীপ ঘোষ আগেও এমন কুরুচিকর মন্তব্য করেছেন৷ তাই এতে আমি অবাক হইনি৷ মনুষ্যত্ব বোধই নেই দিলীপের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 1 =