কলকাতা: সকাল থেকে রঙের উৎসবে মেতে বাংলা। কিন্তু দোলের দিন রাজ্যে দুই অগ্নিকাণ্ডের ঘটনা। শহরের এক বিলাসবহুল হোটেলে আগুন লাগার ঘটনার পাশাপাশি বারাকপুরের এক গেঞ্জি কারাখানাতেও আগুন লেগে যায় বলে খবর। যদিও কোনও ক্ষেত্রেই হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে, যা স্বস্তির।
আরও পড়ুন- নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির
প্রথমে জানা যায়, কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলের ২৩ তলায় আগুন লাগে। ওই তলার সার্ভার রুম থেকে ধোঁয়া বেরতে দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। পাশাপাশি ওই তলের আবাসিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। দমকলের দু’টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”আরও কাছাকাছি বাম-কংগ্রেস! ভুল স্টেপ তৃণমূলের? Did TMC take a wrong step?” width=”853″>
অন্যদিকে, বারাকপুরের মোহনপুরে এক গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এদিন দুপুরেই। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে বলে শেষ পাওয়া খবর। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। দুই ক্ষেত্রেই জানা যায়নি যে আগুন লাগার সঠিক কারণ কী। সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে।