কলকাতা: নতুন মাসের প্রথম দিনেই শহরে আবার অগ্নিকাণ্ডের ঘটনা। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এক বহুতলে বিধ্বংসী আগুন লাগে এদিন এবং ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন পৌঁছে যায়। তবে প্রায় ৩ ঘণ্টা কেটে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। বরং ওই ভবনটির পাঁচ তলার অন্য একটি অংশে নতুন করে আগুন দেখা দিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন।
ভবনটির পাশেই রয়েছে এক বেসরকারি হাসপাতাল। তাই দমকল চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই আগুন নিয়ন্ত্রণে আনার। কারণ ওই হাসপাতালেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে প্রবলভাবেই। আর সেটা হলে যে আরও মারাত্মক বিপদ হয়ে যাবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যদিও আশ্বাসবার্তা দেওয়া হয়েছে যে, আর কয়েক ঘণ্টার মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। দমকলের তরফে এও জানানো হয়েছে, সরু প্রবেশপথের কারণে আগুন নেভানোর কাজে বিলম্ব হয়েছে। কিন্তু নতুন করে আর যে আগুন ছড়ানোর সম্ভাবনা নেই, তা নিশ্চিত করা হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কাকুকে দেখে চোর চোর শ্লোগান! হাসপাতালের বাইরে জনতার ভিড়! একের পর এক প্রশ্নবান, নিশানায় কাকু” width=”560″>
কিন্তু বিষয় হল, এই অগ্নিকাণ্ডের জেরে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অফিসটি। বহু সরকারি নথি, দলিল ভস্মীভূত হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয়, হতাহতের কোনও খবর নেই। এদিকে কী কারণে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পরে আরও ৪টি ইঞ্জিন আনা হয়েছে।
![](https://aajbikel.sortd.pro/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)