তৃণমূলে যোগ না দিলে কংগ্রেসের হাল সিপিএমের মতো হবে, তীব্র কটাক্ষ ববির!

তৃণমূলে যোগ না দিলে কংগ্রেসের হাল সিপিএমের মতো হবে, তীব্র কটাক্ষ ববির!

খড়দহ: প্রয়াত নেতা কাজল সিনহার ছবি যতই বুকে নিয়ে ঘুরে বেড়াও বিজেপির প্রাথী’ জয় সাহা, তোমাকে খড়দহের মানুষ ভোট দেবে না! রবিবার সন্ধ্যায় খড়দহে নির্বাচনী প্রচারে এসে বললেন রাজ্যের দাপুটে মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ওরফে ববি৷

ববি বলেন, ‘‘খড়দহের এলাকার কাজ এক নিষ্ঠভাবে করবেন শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগে অমিত মিত্র অনেক কাজ করেছেন।’’ কাজল সিনহাকে তিনি শেষ মালা দিয়েছিলেন বলে এদিন ববি দাবি করেন৷ এরপরই জানান কেন শোভনদেবকেই এই আসনে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফিরহাদের কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এমন মানুষকে চান, যে সব সময় এলাকার মানুষের সাথে থাকবে। তাই শোভনদেবের মতো লোককে তিনি খড়দহে দিয়েছেন।’’

এরপরই অভিযোগ করেছেন, ‘‘এখানে বিজেপির প্রাথী জয় সাহা আমাদের প্রয়াত নেতা কাজল সিনহার ছবি নিয়ে ভোটের প্রচার চালাচ্ছে। বিজেপির নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ছবি নিয়ে প্রচার করছে না। কাজল সিনাহার ছবিতে মালা দিয়ে তার স্ত্রীকে প্রণাম প্রনাম করছে। সেই ছবিকে সামনে রেখে সহানুভূতি কুড়নোর চেষ্টা করছেন৷’’

খানিক থেমে কটাক্ষের সুরে হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘দেশ বেচার নীতি না বদলালে তোমাদের বিজেপিকে কেউ ভোট দেবে না! মোদির নোট বন্দির জন্য দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। আমরা সব ধর্মকে সন্মান করি। তাই জয় সাহা তুমি যতই আমার নেতার ছবি নিয়ে ঘুরে বেড়াও তোমাকে কেউ ভোট দেবে না!’’ একই সঙ্গে এদিনের প্রচার সভা থেকে কংগ্রেসকেও এক হাত নিয়েছেন ফিরহাদ৷ বলেছেন, ‘‘অস্তিত্ব বাঁচাতে হলে অবিলম্বে তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়া উচিত কংগ্রেসের৷ না হলে তাঁদের অবস্থা সিপিএমের মতো হবে!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =