শুভেন্দুর পিতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মৎস্যমন্ত্রী অখিল গিরির!

শুভেন্দুর পিতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মৎস্যমন্ত্রী অখিল গিরির!

কাঁথি: তৃণমূলের টিকিটে জিতেছেন৷ তৃণমূলের সাংসদ হিসেবে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছেন৷ অথচ ভোটের সময় বিজেপির হয়ে কাজ করেছেন শিশির অধিকারী৷ তাই দল বিরোধী আইনে ওঁর বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছি৷ শুক্রবার এভাবেই শুভেন্দুর পিতাকে আক্রমণ শানালেন পূর্ব মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি৷

শুক্রবার কাঁথির জুনপুট বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় মৎস্যজীবী সংগঠনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। উদ্ধোধন করেই কাঁথির সাংসদ শিশির অধিকারীকে তীব্র আক্রমণ করেন তিনি৷ অখিলবাবুর কথায়, ‘‘ভোটের সময় উনি (শিশির) বিজেপির হয়ে কাজ করেছিলেন৷ তারা বিজেপি হয়ে কাজকর্ম করেছিলেন বলেই আমাদের দলের পক্ষ থেকে পার্লামেন্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়,সুখেন্দু শেখর রায় ও ডেরেক ও’ব্রায়েন লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন৷’’ বলেছেন, ‘‘লোকসভা ও বিধানসভায়  কমিটি রয়েছে। তাঁরা যদি মনে করেন, দল বিরোধী কাজকর্ম করেছেন, তাহলে সাংসদ পদ চলে যাবে৷’’ অখিলবাবুর অভিযোগ, ‘‘চোরের মায়ের বড় গলা৷ নিজের বাবা দল বদলে বসে আছে৷’’

আর উনি আমাদের নিয়ে বড় বড় কথা বলছেন৷’’ প্রসঙ্গত, মুকুল রায়ের দল বদল নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে তাঁরা রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন৷ এহেন আবহে শুভেন্দু পিতা শিশির অধিকারীকে অখিল গিরির প্রকাশ্য আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ষ যদিও এবিষয়ে সাংসদ শিশির অধিকারীকে ফোন করা হলে তিনি বলেন, “এই বিষয়ে কোনও মন্তব্য করব না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =