১০০০ পাতার নথি! ইডি-র হাতে কীসের তথ্য তুলে দিল খাদ্য দফতর?

কলকাতা: কত রেশন কার্ড বাতিল হয়েছে? রেশন দুর্নীতির তদন্তে নেমে অনেক আগেই খাদ্য দফতরে চিঠি দিয়ে জবাব তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। অবশেষে বাতিল হওয়া রেশন…

ration scam

কলকাতা: কত রেশন কার্ড বাতিল হয়েছে? রেশন দুর্নীতির তদন্তে নেমে অনেক আগেই খাদ্য দফতরে চিঠি দিয়ে জবাব তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। অবশেষে বাতিল হওয়া রেশন কার্ডের তথ্য সিবিআই-দফতরে পাঠাল খাদ্য দফতর। তিনবার নোটিস পাঠানোর পর সিজিও কমপ্লেক্সে পৌঁছল নথি।

সূত্রের খবর, খাদ্য দফতরের তরফে সিবিআই দফতরে এক হাজার পাতার নথি পাঠানো হয়েছে৷ ইডি-র চাহিদা মাফিক ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যে কত রেশন কার্ড বাতিল হয়েছে, সেই তথ্য আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বাতিল রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি হয়েছে সেই তথ্যই এখন খুঁজছেন গোয়েন্দারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *