এবার বনরক্ষীদের হাতে আধুনিক অস্ত্র তুলে দেবে বন দফতর

এবার বনরক্ষীদের হাতে আধুনিক অস্ত্র তুলে দেবে বন দফতর

কলকাতা: বনজ সম্পদ এবং বন্যপ্রাণী রক্ষায় রাজ্য সরকার ৩০ কোটি টাকার বেশি মূল্যের আধুনিক আগ্নেয়াস্ত্র এবং গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জঙ্গলে চোরাশিকার বন্ধ করতে বিশেষ সোর্স নিয়োগ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন।

যেসব সামগ্রী কেনা হবে তার মধ্যে সুন্দরবন, বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গলমহলের জন্য কিছুটা রেখে বেশিরভাগই উত্তরবঙ্গে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন। করনার বিধিনিষেধ উঠে গেলেই দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হবে। রিভলবার, পিস্তল, এসএলআর ছাড়াও ৩০০টি মোটরবাইক এবং একশোটি মারুতি জিপসি এই তালিকায় রাখা হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি নিয়ে ঠিক ভাবে এই সব আগ্নেয়াস্ত্র চালানোর জন্য ফরেস্ট গার্ডদের পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও মন্ত্রী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =